বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্যারিসের নিহত শিক্ষককে সর্বোচ্চ সম্মাননা

  •    
  • ২২ অক্টোবর, ২০২০ ১১:৪৮

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেন, ‘প্যাটি ছিলেন বীর। নির্বুদ্ধিতা, মিথ্যা, বিভ্রান্তি, বিদ্বেষের শিকার হয়েছেন তিনি। শুক্রবার তিনি ফ্রান্স প্রজাতন্ত্রের মুখপাত্রে পরিণত হয়েছিলেন।’

ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননা লিজন অফ অনারে ভূষিত করা হয়েছে নিহত স্কুলশিক্ষক স্যামুয়েল প্যাটিকে।

স্থানীয় সময় বুধবার প্যারিসের সরবন বিশ্ববিদ্যালয়ের মূল অ্যামফিথিয়েটারে এক অনুষ্ঠানে প্রেসিডেন্টের উপস্থিতিতে নিহতের পরিবারের হাতে মরণোত্তর সম্মাননা তুলে দেয়া হয়।

প্যাটির স্বজন, বন্ধুবান্ধব, সাবেক প্রেসিডেন্টসহ প্রায় ৪০০ মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে বিশ্ববিদ্যালয় চত্বরে রাখা ইতিহাসের শিক্ষকের মরদেহের প্রতি শ্রদ্ধা জানান তারা।

অনুষ্ঠানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেন, ‘প্যাটি ছিলেন বীর। নির্বুদ্ধিতা, মিথ্যা, বিভ্রান্তি, বিদ্বেষের শিকার হয়েছেন তিনি। শুক্রবার তিনি ফ্রান্স প্রজাতন্ত্রের মুখপাত্রে পরিণত হয়েছিলেন।’

নিহতের কফিনের উদ্দেশে তিনি বলেন, ‘মুক্তির লক্ষ্যে আমাদের লড়াই চলবে। আমরা আপনার কাছে ঋণী। ফ্রান্সের আলো কখনো নিভবে না, স্যার।’

শুক্রবার বিকেলে নিজের স্কুলের কাছে স্যামুয়েলকে ছুরি দিয়ে শিরশ্ছেদ করেন আবদুলাখ আনজোরভ নামের এক চেচেন বংশোদ্ভূত যুবক। ঘটনার পরপরই পুলিশের গুলিতে মৃত্যু হয় তার।

চলতি মাসের শুরুতে স্যামুয়েল মহানবী হজরত মোহাম্মদকে (সা.) নিয়ে আঁকা কার্টুন শিক্ষার্থীদের দেখান বলে জানায় ফ্রান্স কর্তৃপক্ষ।

সূত্র: দ্য গার্ডিয়ান

এ বিভাগের আরো খবর