বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কিরগিজ প্রেসিডেন্ট হলেন জাপারভ

  •    
  • ১৭ অক্টোবর, ২০২০ ১৬:৩৮

আগামী বছরে অনুষ্ঠেয় নির্বাচনের আগ পর্যন্ত জাপারভ প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী পদেও থাকবেন।

সুরনবাই জেনবেকভের সরে দাঁড়ানোর ঘোষণার পর কিরগিজস্তানের প্রেসিডেন্ট পদে নিয়োগ পেয়েছেন দেশটির জাতীয়তাবাদী রাজনীতিক সাদির জাপারভ।

স্থানীয় সময় শুক্রবার কিরগিজস্তানের সংসদ সদস্যরা তাকে প্রেসিডেন্ট করার সিদ্ধান্ত নেন।

তারা জানান, আগামী বছরে অনুষ্ঠেয় নির্বাচনের আগ পর্যন্ত জাপারভ প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী পদেও থাকবেন।

নির্বাচনে কারচুপির অভিযোগে প্রবল আন্দোলনের মুখে বৃহস্পতিবার পদত্যাগ করেন দেশটির প্রেসিডেন্ট সুরনবাই জেনবেকভ।

কিরগিজস্তানের সংসদ সদস্য অমারবেক তেকেবায়েভ নবনিযুক্ত প্রেসিডেন্ট জাপারভের উদ্দেশে বলেন, ‘দেশের ইতিহাসে এর আগে এক ব্যক্তির হাতে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও সংসদের দায়িত্ব ছিল না। জনগণের প্রত্যাশা পূরণ এখন আপনার হাতে।’

৪ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনকে ঘিরে রাজনৈতিক সংকটের মুখে পড়ে কিরগিজস্তান। ওই নির্বাচনে জেনবেকভের প্রতি অনুগত দলগুলোকে বিজয়ী ঘোষণার পরই কারচুপির অভিযোগ তোলে বিরোধী পক্ষগুলো।

নির্বাচনের ফল প্রত্যাখান করে জেনবেকভের পদত্যাগের দাবিতে দেশটির রাজধানী বিশকেকে হাজার হাজার মানুষ বিক্ষোভ শুরু করেন। ওই সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে অনেকেই হতাহত হয়।

অপহরণ মামলায় ১১ বছরের কারাদণ্ড পাওয়া জাপারভকে বিক্ষোভ চলাকালে কারাগার থেকে মুক্ত করে বিক্ষোভকারীরা।

সূত্র: দ্য গার্ডিয়ান

এ বিভাগের আরো খবর