করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রাজিলে মৃত্যুর সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, মার্চ মাসে করোনায় প্রথম মৃত্যুর পর দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৫০ হাজার ১৯৮ জন মারা গেছে। আক্রান্ত হয়েছে ৫০ লাখ ৮২ হাজার ৬৩৭ জন।
বিশ্বব্যাপী করোনায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এরপরই রয়েছে ব্রাজিল।
গ্রীষ্মের শুরু থেকে দেশটিতে নতুন আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমে আসলেও গত দুই মাস ধরে প্রতিদিনই প্রায় এক হাজার মানুষের মৃত্যু হয়েছে।
বিশ্বব্যাপী করোনাভাইরাস পরিস্থিতির সার্বক্ষণিক হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত বুধবার ব্রাজিলে করোনা সংক্রমণের সংখ্যা পঞ্চাশ লাখ ছাড়ায়।
ব্রাজিলে এভাবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জন্য দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে দায়ী করা হচ্ছে। মহামারির শুরু থেকেই বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষার পাশাপাশি ঝুঁকি কমাতে কার্যকর পদক্ষেপ না নেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
মহামারি পরিস্থিতিতেও বলসোনারো সবসময় অর্থনীতিকে অগ্রাধিকার দিয়ে লকডাউনের বিরোধিতা করে আসছেন। এমনকি করোনাভাইরাসকে ‘হালকা ফ্লু’ বলেও অভিহিত করেছেন তিনি।
গত জুলাই মাসে নিজে আক্রান্ত হওয়ার পরও তিনি তার অবস্থান থেকে সরে আসেননি।
সূত্র: বিবিসি