করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপতাল ছাড়ার পর প্রথমবারের মতো জনসম্মুখে আসলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
শনিবার হোয়াইট হাউজের ব্যালকনি থেকে সমর্থকদের উদ্দেশে কথা বলেন তিনি।
‘আইন ও শৃঙ্খলার জন্য শান্তিপূর্ণ বিক্ষোভ’ নামের একটি কর্মসূচিতে হোয়াইট হাউজের লনে কয়েকশ’ সমর্থক জড়ো হন।
সেখানে বর্ণবাদের অবসান চেয়ে বিক্ষোভকারীদের সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘আমরা কখনোই উশৃঙ্খল জনতার শাসন মেনে নেব না।’
ট্রাম্পের এই কর্মসূচিকে পরবর্তী সপ্তাহের নির্বাচনী প্রচারের শুরু হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
বৃহস্পতিবার ট্রাম্পের চিকিৎসক কনলি বলেছিলেন, তার শরীরে অসুস্থতা প্রলম্বিত হওয়ার লক্ষণ নেই।
শনিবার থেকে ট্রাম্প নিরাপদে জনসম্মুখে আসতে পারবেন বলে আশা করেছিলেন তিনি।
ট্রাম্প গত সোমবার হাসপাতাল ছাড়লেও তার করোনা নেগেটিভ কিনা তা নিশ্চিত করেননি হোয়াইট হাউজের কর্মকর্তারা।