বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৩ দিন পরই হাসপাতাল ছাড়লেন ট্রাম্প

  • তৃষা বড়ুয়া, ডেস্ক   
  • ৬ অক্টোবর, ২০২০ ০৯:১৭

তিনি আরও বলেন, ‘নির্বাচনী প্রচারে দ্রুতই অংশ নিতে যাচ্ছি। ভুয়া খবর কেবল ভুয়া ভোটের জন্ম দেয়।’

ভর্তি হওয়ার তিন দিন পরই ওয়াশিংটন ডিসির ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টার ছেড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় হেলিকপ্টারে চড়ে হোয়াইট হাউজে ফেরেন তিনি।

হাসপাতাল ছাড়ার আগে এক টুইটবার্তায় ট্রাম্প বলেন, ‘আসলেই ভালো লাগছে। করোনাকে ভয় পাবেন না। একে আপনার জীবন নিয়ন্ত্রণ করতে দেবেন না।’ 

তিনি আরও বলেন, ‘নির্বাচনী প্রচারে দ্রুতই অংশ নিতে যাচ্ছি। ভুয়া খবর কেবল ভুয়া ভোটের জন্ম দেয়।’

হাসপাতাল ছাড়ার সময় গণমাধ্যমকে এড়িয়ে চলেন ট্রাম্প। 

‘প্রেসিডেন্ট, আপনি কি করোনা দ্রুত ছড়িয়ে দিতে পারেন?’ এক সাংবাদিকের করা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আপনাদের অসংখ্য ধন্যবাদ।’ 

হোয়াইট হাউজে পৌঁছে ট্রুম্যান ব্যালকনিতে ট্রাম্পকে ছবি তুলতে দেখা যায়। ওই সময় মাস্ক খুলে ফেলেন তিনি।

সোমবার চিকিৎসকরা ট্রাম্পের অবস্থার বিস্তারিত তথ্য দেননি। তারা শুধু জানান, প্রেসিডেন্টের অবস্থা উন্নতির দিকে। হাসপাতাল ছাড়ার আগে রেমডিসিভিরের আরেকটি ডোজ তাকে দেয়া হবে।

ট্রাম্প করোনায় আক্রান্ত হওয়ার পর তার সাহচর্যে আসা অন্তত ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

গত শুক্রবার বিকেলে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ট্রাম্প।

সূত্র: বিবিসি

এ বিভাগের আরো খবর