বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অবরুদ্ধ গাজায় 'স্বর্গীয়' অবসর

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৬ সেপ্টেম্বর, ২০২০ ১১:৩৪

ভূমধ্যসাগরের পূর্ব উপকূলে ফিলিস্তিনের ৩৬৫ কিলোমিটার আয়তনের বিচ্ছিন্ন উপত্যকা গাজা। ভূখণ্ডটির উত্তর, পূর্বে ইসরায়েল ও দক্ষিণ-পশ্চিমে মিসর সীমান্ত।  ২০০৬ সালে অনুষ্ঠিত নির্বাচনে অঞ্চলটিতে ক্ষমতায় আসে ইসলামপন্থী সশস্ত্র সংগঠন হামাস। সেই থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও রাজনৈতিক বয়কটে পড়ে বিচ্ছিন্ন জনপদে পরিণত হয় গাজা।

ইসরায়েলি স্থল, নৌ ও আকাশপথ অবরোধে বাইরের জগতে প্রয়োজনে কাজে যাওয়া-আসাও দুরূহ হয়ে গেছে গাজাবাসীর জন্য। ১৮ লাখের বেশি মানুষের এ ভূখণ্ডের ভেতরেও অবসর যাপন বা স্বস্তিতে সময় কাটানোর জায়গা নেই বললেই চলে। মড়ার ওপর খাড়ার ঘাঁ হিসেবে আছে নিয়মিত বিরতিতে হামাস ও ইসরায়েলের মধ্যকার সংঘর্ষ।  

এমন বাস্তবতায় ক্লান্ত, বিষণ্ন গাজাবাসীর অবসরযাপনের একমাত্র ভরসা সমুদ্রতীর। বিষয়টিকে মাথায় রেখে ভূমধ্যসাগর উপকূলে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন বেশ কিছু ক্যাফে। কিছু সময়ের জন্য হলেও গাজাবাসীকে অখণ্ড অবসরে অপার্থিব সুখ দেওয়াই এগুলোর লক্ষ্য। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সাগরঘেঁষা গাজার ক্যাফেগুলোর নামকরণ করা হয়েছে বিশ্বের জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলোর নামে। এগুলোর একটি 'মালদ্বীপ গাজা ক্যাফে'। এর নামকরণ করা হয়েছে অনেক দূরের দ্বীপ রাষ্ট্র মালদ্বীপের নামে। এই ক্যাফেতে বসে ভূমধ্যসাগরের নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে পারেন আগতরা।

পাথুরে সাগরতীরে সমুদ্র্রপৃষ্ঠের ১৫ মিটার উঁচুতে স্থাপন করা হয়েছে ক্যাফেটি। খাবার হিসেবে পরিবেশন করা হয় ভূমধ্যসাগর থেকে ধরা তাজা মাছ। পাশাপাশি মালদ্বীপে বহুল প্রচলিত কিছু জুসও পাওয়া যায় এতে।

ক্যাফেটির মালিকদের একজন এমাদ আল বায়া বলেন, 'গাজার মানুষ মালদ্বীপ যাওয়ার সুযোগ পান না। তাই আমরা ভাবলাম, মালদ্বীপকেই এখানে আনা যায় কি না!' 

এমাদ জানান, ক্যাফেটিতে এক হাজার ২০০ মানুষের বসার সুযোগ রয়েছে। আগামীতে এই সংখ্যা বাড়ানোর ইচ্ছা আছে। 

ক্যাফে মালদ্বীপের মতো আরও বেশ কিছু ক্যাফে রয়েছে সাগরতীরে। এগুলোর মধ্যে রয়েছে 'ড্রিম ট্রাভেল ডেস্টিনেশন', 'মারভেলা', 'দুবাই' ও 'শারম আল শেখ'। 

ক্যাফে মালদ্বীপ গাজায় আসার অভিজ্ঞতা নিয়ে রোহা আল আগা নামের এক ফিলিস্তিনি বলেন, যুদ্ধ, নিপীড়ন ও অবরোধের শিকার মানুষদের জন্য এই ক্যাফেগুলো সাময়িক আনন্দের দ্বার উন্মোচন করেছে।

এ বিভাগের আরো খবর