তথ্য বিবরণীতে ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে অধিদপ্তর। একই সঙ্গে ঘরবাড়ি ও আশপাশ পরিচ্ছন্ন রাখতে বলেছে সংস্থাটি।
দেশের সব সরকারি হাসপাতালে আগামী এক মাস ১০০ টাকার পরিবর্তে ৫০ টাকায় ডেঙ্গু পরীক্ষা করানো হবে।
স্বাস্থ্য অধিদপ্তর বুধবার এক তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে।
বিবরণীতে ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছে অধিদপ্তর। একই সঙ্গে ঘরবাড়ি ও আশপাশ পরিচ্ছন্ন রাখতে বলেছে সংস্থাটি।
জ্বর হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ডেঙ্গু পরীক্ষা করার কথা বলা হয়েছে বিবরণীতে। এতে ডেঙ্গুর লক্ষণ,পথ্যের ধরন এবং আরও কিছু বিষয়ে পরামর্শ দেয়া হয়েছে।
পরীক্ষার পর ডেঙ্গু নিশ্চিত হলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে দ্রুত যোগাযোগ করতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর।