বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডেঙ্গু: আক্রান্ত অর্ধেকে নামলেও মৃত্যু ২

  • নিজস্ব প্রতিবেদক   
  • ২৭ জুন, ২০২৩ ১৮:১৩

অধিদপ্তর জানায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া মোট ১৪৫ ডেঙ্গু আক্রান্তের মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে রয়েছেন ১০৪ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৪১ জন।

গত কয়েকদিনে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে রোগী ভর্তির হার ছিল ঊর্ধ্বমুখী। সেক্ষেত্রে প্রতিদিন হাসপাতালে ডেঙ্গুরোগী ভর্তির সংখ্যা কোনোভাবেই তিনশ’র নিচে নামেনি। আজ তা একবারে ১৪৫ এসে ঠেকেছে। তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দু’জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তর জানায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া মোট ১৪৫ ডেঙ্গু আক্রান্তের মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে রয়েছেন ১০৪ জন এবং ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৪১ জন।

বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রয়েছেন এক হাজার ৪১০ জন। তাদের মধ্যে রাজধানী ঢাকার সরকারি ও বেসরকারি ৫৩ হাসপাতালে ভর্তি রয়েছেন এক হাজার ১১ জন। অন্যান্য বিভাগের হাসপাতালে ভর্তি রয়েছেন ৩৯৯ জন।

চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন মোট সাত হাজার ৭৫৪ জন, তাদের মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ছয় হাজার ২৯৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত দুজনকে নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৪৭ জনের মৃত্যু হলা।

অধিদপ্তরের হিসাব অনুযায়ী চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পাঁচ হাজার ৭৩২ জন। আর এ মাসে মৃত্যু হয়েছে ৩৪ জনের।

এ বিভাগের আরো খবর