স্বাস্থ্যসেবা মানুষের অন্যতম মৌলিক অধিকার। এই সেবাকে জনগণের দৌঁড়গোড়ায় পৌঁছে দিতে সরকার ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র প্রতিষ্ঠা করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নের একমাত্র ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ইউনিয়নবাসী মারাত্মক ভোগান্তিতে পড়েছে।
এ ইউনিয়নের নয়টি ওয়ার্ডে বসবাস করেন প্রায় ৪০ হাজার মানুষ। গ্রামীণ ও প্রান্তিক মানুষের চিকিৎসার প্রধান ভরসা ছিল এই স্বাস্থ্য কেন্দ্রটি। ইউনিয়নের ভীমপুর বাজার সংলগ্ন স্থাপনাটিই একসময় মা ও শিশু স্বাস্থ্যসেবা, টিকাদান কর্মসূচি, পরিবার পরিকল্পনা পরামর্শ এবং প্রাথমিক চিকিৎসার কেন্দ্রস্থল ছিল। কিন্তু ভবনের ছাদ থেকে পলেস্তার খসে পড়া, দেয়ালে ফাটল সৃষ্টি এবং সামগ্রিক ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে প্রায় দুই বছর আগে এটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়।
এরপরও সীমিত আকারে একজন চিকিৎসক বসে কেবল প্রেসক্রিপশন দিতেন। তবে হাসপাতালের ওষুধ আর সরবরাহ করা হতো না। একজন অফিস সহায়ক এবং পরিবার কল্যাণ পরিদর্শিকা মিলিয়ে কোনোভাবে সেবা চালু থাকলেও তা ছিল খুবই অপ্রতুল। অবশেষে চার মাস আগে চিকিৎসকসহ বাকি জনবলকেও অন্যত্র বদলি করা হয়। এর পর থেকেই পুরো স্বাস্থ্য কেন্দ্র তালাবদ্ধ হয়ে পড়ে। বন্ধ হয়ে যায় সবধরনের স্বাস্থ্যসেবা।
স্বাস্থ্য কেন্দ্রটি বন্ধ থাকায় ইউনিয়নবাসীকে চিকিৎসার জন্য প্রায় ২৫ কিলোমিটার দূরের জেলা শহরে যেতে হচ্ছে। এতে তাদের সময় ও অর্থের অপচয় ঘটছে, পাশাপাশি হয়রানির শিকারও হতে হচ্ছে। জরুরি মুহূর্তে চিকিৎসার অভাবে অসুস্থদের জীবন ঝুঁকিতে পড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্বাস্থ্যকেন্দ্রের পাশের বাসিন্দা হাদেশ আলী প্রামাণিক বলেন, আগে সপ্তাহে অন্তত চার-পাঁচ দিন চিকিৎসাসেবা পাওয়া যেত। যদিও ওষুধ মেলেনি, কিন্তু চিকিৎসকের পরামর্শ পেতাম। এখন গত চার মাস ধরে সবকিছু বন্ধ। চিকিৎসার জন্য আমাদের দূর শহরে যেতে হচ্ছে।
অন্য এক বাসিন্দা আনিসুর রহমান বলেন, নারী ও শিশুর জন্য এই কেন্দ্র ছিল ভরসাস্থল। টিকাদান ও পরিবার পরিকল্পনার সেবা সহজেই পাওয়া যেত। কিন্তু এখন কেন্দ্র বন্ধ থাকায় গরিব মানুষ শহরে গিয়ে চিকিৎসা নিতে পারে না। অনেক সময় রোগীকে শহরে নেওয়ার পথে মারা যাওয়ার মতো ঘটনাও ঘটছে।
হাঁসাইগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন মোল্লা ক্ষোভ প্রকাশ করে বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা হওয়ার পর থেকে সেবার কার্যক্রম ধীরে ধীরে ভেঙে পড়ে। ইউনিয়ন পরিষদের একটি কক্ষে অন্তত প্রাথমিক সেবা চালু করার প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু পরিবার পরিকল্পনা কর্তৃপক্ষ তা বাস্তবায়নে আগ্রহ দেখায়নি। জনগণের চাহিদা অনুযায়ী এখানে নতুন ভবন নির্মাণ করে পর্যাপ্ত চিকিৎসক ও জনবল নিয়োগ দিতে হবে।
নওগাঁ পরিবার পরিকল্পনা উপপরিচালক গোলাম মো. আজম মন্তব্য করতে রাজি হননি।
নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ইবনুল আবেদীন বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র এ সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে। দ্রুত সমস্যার সমাধানের জন্য উদ্যোগ নেওয়া হবে।