চিকিৎসায় অবহেলায় নবজাতকের মৃত্যু ও মায়ের জীবন মৃত্যুঝুঁকিতে ফেলার অভিযোগের ঘটনায় রাজধানীর গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালে সব ধরনের অপারেশন বন্ধ থাকবে। একই সঙ্গে হাসপাতালের চিকিৎসক গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ অধ্যাপক সংযুক্তা সাহা কোনো ধরনের চিকিৎসা কার্যক্রমে যুক্ত থাকতে পারবেন না।
শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর এ নির্দেশনা দিয়েছে বলে অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক ও উপ-পরিচালক মাঈনুল আহসান নিশ্চিত করেছেন।
তিনি জানান, অধ্যাপক সংযুক্তা সাহা কোনো ধরনের চিকিৎসা কার্যক্রমে যুক্ত থাকতে পারবেন না। হাসপাতালে বন্ধ থাকবে অপারেশনও।
এর আগে এ ঘটনায় গ্রেপ্তারের পর দুই চিকিৎসক মুনা সাহা ও শাহজাদী মোস্তাকিকে বৃহস্পতিবার কারাগারে পাঠানো হয়েছে। আদালত সূত্র জানায়, ঢাকার সিএমএম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন দুই চিকিৎসক।
ভুক্তভোগীর স্বজনরা জানিয়েছেন, অন্তঃসত্ত্বা মাহবুবা রহমানকে গত শুক্রবার কুমিল্লার তিতাস উপজেলা থেকে এনে সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ভর্তি হয়েছিলেন চিকিৎসক সংযুক্তা সাহার অধীনে।
মাহবুবাকে চিকিৎসক সংযুক্তরা অধীনে ভর্তি করা হলেও চিকিৎসক সংযুক্তা তখন দেশের বাইরে ছিলেন। বিষয়টি রোগী বা স্বজনদের জানানো হয়নি। অন্য চিকিৎসকেরা তার স্বাভাবিক প্রসব করাতে ব্যর্থ হয়ে রোববার অস্ত্রোপচার করেন। এ সময় নবজাতকের মৃত্যু হয়। সংকটাপন্ন হয়ে পড়েন মাহবুবাও।
ধানমন্ডি থানা পুলিশ জানিয়েছে, নবজাতকের বাবা ইয়াকুব আলী বুধবার এ ঘটনায় মামলা করলে দুই চিকিৎসককে গ্রেপ্তার করা হয়।