বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নিবন্ধনহীন হাসপাতালে সেবা দিলে চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা

  •    
  • ৬ ডিসেম্বর, ২০২২ ১৯:৩৪

সম্প্রতি ঢাকার রূপনগরের আলম মেমোরিয়াল হাসপাতালে হাতের আঙুলে অস্ত্রোপচারের সময় মারা যায় কুড়িগ্রামের ছয় বছর বয়সী শিশু মারুফা জাহান মাইশা। এরপর বেরিয়ে আসে হাসপাতালটি অনুমোদন ছাড়াই চলছিল। বিষয়টি নিয়ে সোমবার একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে নিউজবাংলা। এর এক দিন পরেই চিকিৎসকদের সতর্কবার্তা দিল স্বাস্থ্য অধিদপ্তর।

নিবন্ধনহীন হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে সেবা দেয়ার বিষয়ে চিকিৎসকদের সতর্ক করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তরের নোটিশে বলা হয়েছে, নিবন্ধনহীন এসব প্রতিষ্ঠানে সেবা দিলে দায়ভার সংশ্লিষ্ট চিকিৎসককে বহন করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর বিষয়টি জানতে পারলে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মাজহারুল হক তপনের সই করা নোটিশে মঙ্গলবার এ কথা জানানো হয়। বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেন, অধিদপ্তরের সহকারী পরিচালক (হাসপাতাল) মাহমুদুর রহমান।

সম্প্রতি ঢাকার রূপনগরের আলম মেমোরিয়াল হাসপাতালে হাতের আঙুলে অস্ত্রোপচারের সময় মারা যায় কুড়িগ্রামের ছয় বছর বয়সী শিশু মারুফা জাহান মাইশা। এরপর বেরিয়ে আসে হাসপাতালটি অনুমোদন ছাড়াই চলছিল।

বিষয়টি নিয়ে সোমবার একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে নিউজবাংলা। এর এক দিন পরেই চিকিৎসকদের সতর্কবার্তা দিল স্বাস্থ্য অধিদপ্তর।

আরও পড়ুন: শিশু মাইশার মৃত্যু: অনুমোদন ছাড়াই চলছিল ঢাকার সেই হাসপাতাল

মাইশার মৃত্যুর পর থেকে রাজধানীর রূপনগরের আলম মেমোরিয়াল হাসপাতালটির সব কার্যক্রম বন্ধ রয়েছে। মাইশাকে ওই হাসপাতালে পাঠানো এবং অস্ত্রোপচারের সঙ্গে সংশ্লিষ্ট চিকিৎসকদের বিরুদ্ধে মামলা করেছেন মাইশার বাবা।

অধিদপ্তরের নোটিশে বলা হয় দেশের সব বেসরকারি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে অনলাইন নিবন্ধন ও লাইসেন্স প্রক্রিয়ায় আনার চেষ্টা চলছে। বেশির ভাগ ক্লিনিক, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার স্বাস্থ্য অধিদপ্তরের ডেটাবেসে অন্তর্ভুক্ত। সবগুলোর সেন্টারের ডিসপ্লেতে তাদের লাইসেন্স নম্বর দেখানোর নির্দেশনা দেয়া হয়েছে।

এতে বলা হয়, এখনও কিছু বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নিবন্ধন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত না হয়ে অবৈধভাবে চলছে। তাই সব চিকিৎসককে কোনো হাসপাতাল, ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের নিবন্ধন সম্পর্কে নিশ্চিত হয়ে সেবাদানের নির্দেশ দেয়া হলো।

‘এরপরও নিবন্ধনহীন এসব প্রতিষ্ঠানে সেবা দিলে তার দায়ভার সেই চিকিৎসক বহন করবেন। স্বাস্থ্য অধিদপ্তর এ বিষয়ে জানতে পারলে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’

বিষয়টি নিয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবির নিউজবাংলাকে বলেন, ‘কোনো চিকিৎসক অনিবন্ধিত জানার পরেও কোনো প্রতিষ্ঠানে সেবাদান করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আমরা বিএমডিসিকে সুপারিশ করব। আমরা কখনোই সেই চিকিৎসকের হয়ে কথা বলব না। কারণ তাদের বলাই হয়েছে নিবন্ধন আছে কি না, দেখে নিতে।

‘তাদের তো চোখ আছে। এরপরও সেটা না মানলে তার রেজিস্ট্রেশন পর্যন্ত বাতিল হয়ে যেতে পারে। আর এ ব্যাপারটি দেখভাল স্বাস্থ্য অধিদপ্তর সচেষ্ট থাকবে।’

আলম মেমোরিয়াল হাসপাতালের ঘটনা জানার পর নির্দেশনা দেয়ার বিষয়টি জোরদার হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের এই প্রক্রিয়া প্রায় ৭-৮ মাস ধরে চলমান ছিল। এই ঘটনাটা বিষয়টিকে আরও বেশি নজরে এনেছে। মাইশার অস্ত্রোপচারের সঙ্গে সংশ্লিষ্ট তিনজন চিকিৎসকের ব্যাপারেও বিএমডিসি সিদ্ধান্ত নেবে।’

এ বিভাগের আরো খবর