সিলেট বিভাগে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৮৭ করোনা রোগী শনাক্ত হয়েছে। বিভাগে গত বছরের মার্চে প্রথম করোনা শনাক্তের পর এখন পর্যন্ত যা সর্বোচ্চ। এ সময় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন।
এর আগের ২৪ ঘণ্টায় (সোমবার সকাল পর্যন্ত) করোনায় ৮ জনের মৃত্যু দেখেছিল সিলেট। এটিই ছিল বিভাগের সর্বোচ্চ মৃত্যু। সব মিলিয়ে বিভাগে করোনায় ৪৯৩ জনের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ১৩১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) সুলতানা রাজিয়া স্বাক্ষরিত করোনার দৈনিক প্রতিবেদনে এ তথ্যগুলো জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার আছেন ১৯১ রোগী। এ ছাড়া মৌলভীবাজারে ৫৬ জন, সুনামগঞ্জে ৫৬, হবিগঞ্জে ২৮ এবং সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৫৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।এ নিয়ে বিভাগে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ২৭ হাজার ৩৫৪। করোনায় আক্রান্ত ৪৪৯ জন এখন বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ পর্যন্ত সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন ২৪ হাজার ২১৭ জন।
এর আগে গত ২ জুলাই সিলেট বিভাগে সর্বোচ্চ ৩০২ জনের করোনা শনাক্ত হয়েছিল।