বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাবনায় বাড়ছে করোনা, অক্সিজেন ঘাটতি চরমে

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৫ জুলাই, ২০২১ ১৯:১৪

‘অনেকবার বলার পরও মায়ের জন্য একটি অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করা সম্ভব হয়নি। শেষে অক্সিজেনের অভাবেই মায়ের মৃত্যু হলো। অক্সিজেনের অভাবে আমার সামনে আরও তিনজনের মৃত্যু হয়েছে।’

করোনা আক্রান্ত বাড়তে থাকায় পাবনায় তীব্র অক্সিজেন সংকট দেখা দিয়েছে। খবর পাওয়া গেছে পাবনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে অক্সিজেনের অভাবে।

পাবনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে দায়িত্বে থাকা একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে জানান, রোববার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত ৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালে অক্সিজেনের ঘাটতি থাকায় অক্সিজেন সরবরাহ নির্বিঘ্ন না থাকায় এসব মৃত্যু হয়েছে।

এই ২৪ ঘণ্টায় মৃত একজনের নাম রাশিদা বেগম। তার ছেলে নিউজবাংলাকে বলেন, আমার আম্মাকে গতকাল দুপুরে ঠান্ডা, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সদরের করোনা ইউনিটে ভর্তি করিয়েছিলাম। সেখানে অক্সিজেন সংকট ছিল। বিষয়টি কর্তৃপক্ষকেও জানিয়েছি।

‘অনেকবার বলার পরও মায়ের জন্য একটি অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করা সম্ভব হয়নি। শেষে অক্সিজেনের অভাবেই মায়ের মৃত্যু হলো। অক্সিজেনের অভাবে আমার সামনে আরও তিনজনের মৃত্যু হয়েছে।’

অক্সিজেন সংকটে মৃত্যুর অভিযোগ নিয়ে পাবনা জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারি পরিচালক ডা: সালেহ মোহাম্মদ আলী বলেন, অনেক রোগী করোনা আক্রান্ত হয়ে শেষ সময়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসে। শেষ সময়ে একজন করোনা রোগী হাসপাতালে আসলে কিছু করার থাকে না। উনি যদি শুরুতে আসে তাহলে তাকে ভালভাবে চিকিৎসা দেওয়া সম্ভব। যারা মারা গেছেন তাদের বেশিরভাগই করোনা আক্রান্ত হয়ে শেষ সময়ে হাসপাতালে এসেছিলেন।

তিনি আরও জানান, জেনারেল হাসপাতালে সেন্টাল অক্সিজেন চালু না থাকায় অক্সিজেনের ব্যাপক সংকট রয়েছে। হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা ও অকেজো হয়ে পরে আছে।

পাবনার ডেপুটি সিভিল সার্জন কে এম আবু জাফর জানান, প্রতিদিন অনেক রোগী করোনার উপসর্গ নিয়ে মারা যাচ্ছে। সবাইকে সচেতন হতে হবে। জনগণ সচেতন না হলে স্বাস্থবিভাগের কিছু করার থাকে না।

এ বিভাগের আরো খবর