কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১৭৪ জন। আক্রান্তের হার ৩৩ দশমিক ৫ শতাংশ।
এ সময় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তিনজনের। সুস্থ হয়েছেন ৫০ জন।
বিষয়টি রোববার বিকেল ৫টার দিকে নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন মীর মোবারক হোসাইন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ওই ২৪ ঘণ্টায় ৬৪৮টি নমুনা পরীক্ষা করে ১৭৪ জনের করোনা শনাক্তের ফলাফল পাওয় যায়।
সিভিল সার্জন জানান, এখন পর্যন্ত জেলায় ১৪ হাজার ৯৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন তিনজনসহ এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৮৯ জন। এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৮৬হাজার ৯৪৩জনের। প্রতিবেদন পাওয়া গেছে ৮৫ হাজার ৮৫৬জনের।
কুমিল্লা মেডিক্যাল কলেজের পরিচালক মহিউদ্দিন জানান, ‘চলতি সপ্তাহে হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের ভীড় বেড়েছে। হাসপাতালের করোনা ইউনিটে এখন আসন রয়েছে ১৩৪ টি। সেই আসনের বিপরীতে ভর্তি আছেন ১৫৭জন করোনা রোগী।’
কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘জেলায় করোনা সংক্রমণের হার কমাতে ও সাধারণ মানুষকে সচেতন করতে প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালতের একাধিক অভিযান পরিচালনা করা হচ্ছে।’