বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কুমিল্লায় ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ১৭০

  •    
  • ২ জুলাই, ২০২১ ২০:১৩

জেলায় এখন পর্যন্ত ১৪ হাজার ৬৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১১ হাজার ৮৪৫জন। মারা গেছেন ৪৮৪জন।

গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় আরও ১৭০জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩২ দশমিক ৬ শতাংশ।

এ সময় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে দুইজনের। মৃতদের মধ্যে একজন কুমিল্লা সিটি কর্পোরেশনের ও আরেকজন দাউদকান্দি উপজেলার।

বিষয়টি শুক্রবার বিকেলে নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ওই ২৪ ঘণ্টায় ৫২২টি নমুনা পরীক্ষা করে ১৭০ জনের করোনা শনাক্তের ফলাফল পাওয়া যায়।

আক্রান্তদের মধ্যে ১২০ জন সিটি কর্পোরেশনের বাসিন্দা। বাকিদের মধ্যে বুড়িচংয়ের ৪, আর্দশ সদরের ৪, সদর দক্ষিণের ৩, লালমাইয়ের ১, হোমনার ১, বরুড়ার ৪, নাঙ্গলকোটের ৬, দেবিদ্বারের ৫, মনোহরগঞ্জের ২, দাউদকান্দিএ ২, চান্দিনার ২, লাকসামের ৬, চৌদ্দগ্রামের ৮ এবং ব্রাক্ষণপাড়ার ২ জন শনাক্ত হয়েছেন।

জেলায় এখন পর্যন্ত ১৪ হাজার ৬৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১১ হাজার ৮৪৫জন। মারা গেছেন ৪৮৪জন।

জেলার সিভিল সার্জন জানান, করোনার সংক্রমণ কমাতে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও জেলা স্বাস্থ্য বিভাগ একসাথে কাজ করছে।

কুমিল্লায় জুন থেকে করোনা আক্রান্ত বাড়ছে উল্লেখ করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক মহিউদ্দিন জানান, এখনও সময় আছে সচেতন হলে করোনা নিয়ন্ত্রণ সম্ভব। এখন যে পরিমাণ যন্ত্রপাতি ও লোকবল আছে তা দিয়ে সেবা দেয়াও সম্ভব হবে। তবে আমরা যদি উদাসীন থাকি তাহলে আক্রান্ত নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। পাশাপাশি রোগীদের সেবা দিতে আমাদের হিমশিম খেতে হবে।

জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সাধারণ মানুষজনকে সচেতন করতে জেলা পুলিশের সদস্যরা কাজ করে যাচ্ছেন।

কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ‘মানুষকে সচেতন করতে জেলা প্রশাসন থেকে প্রতিদিনই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে, বিতরণ হচ্ছে মাস্ক। আমরা সব খোঁজখবর রাখছি। এখন করোনা প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই।’

এ বিভাগের আরো খবর