রংপুর বিভাগে করোনার সংক্রমণ এবং মৃত্যু প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের তিন জেলায় ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃত্যু হলো ৫২৯ জনের।
আর ২৪ ঘণ্টায় বিভাগের ৮ জেলায় আক্রান্ত হয়েছেন ৪৬৫ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৬ হাজার ৪৪৫।
এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ হাজার ১৩৮ জন।
রংপুর স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বিভাগে আক্রান্তের হার ৪১ শতাংশ। আর সুস্থতার হার ৭৬ দশমিক ১০ শতাংশ।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রংপুরের ৮ উপজেলায় আক্রান্ত হয়েছেন ৭৭ জন।
সিভিল সার্জন হিড়ম্ব কুমার রায় বলেন, ‘প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন মানুষজন। অনেকেরই কোনো উপসর্গ নেই। এ জন্য বেশি বেশি নমুনা পরীক্ষা দরকার। এ ছাড়া আরও সচেতন হতে হবে। সচেতন না হলে সংক্রমণ রোধ করা সম্ভব নয়।’