বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রংপুরে করোনায় প্রাণ গেল আরও ৯ জনের

  •    
  • ১ জুলাই, ২০২১ ০০:২৯

বুধবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় জানিয়েছে, রংপুর বিভাগে করোনা শনাক্তের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ্ হয়েছেন ১৭৩ জন। ২০২০ সালের মার্চ থেকে চলতি বছরের ২৯ জুন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ হাজার ৮৬৬ জন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের আট জেলায় নতুন করে নয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৫১৯ জনে।

এছাড়া নতুন ৪৭৩ জনসহ মোট শনাক্তের সংখ্যা এখন ২৫ হাজার ৯৮০ জন।

বুধবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় জানিয়েছে, রংপুর বিভাগে করোনা শনাক্তের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ্ হয়েছেন ১৭৩ জন। ২০২০ সালের মার্চ থেকে চলতি বছরের ২৯ জুন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ হাজার ৮৬৬ জন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ২৯ জুন পর্যন্ত রংপুর জেলায় শনাক্তের হয়েছে ৫ হাজার ৯৫৩ জনের আর মারা গেছেন ১১৪ জন, সুস্থ হয়েছেন ৫ হাজার ৬৪ জন।

পঞ্চগড় জেলায় করোনা শনাক্ত হয়েছে ১০৫৬ জন, মারা গেছেন ২২ জন আর সুস্থ হয়েছেন ৮৪৩। নীলফামারী জেলায় মোট শনাক্তের সংখ্যা ১ হাজার ৮৪৯ জন, মারা গেছেন ৩৮ জন আর সুস্থ হয়েছেন ১ হাজার ৬৩৫, লালমনিরহাট জেলায় শনাক্ত হয়েছে ১ হাজার ৪৮৩, মারা গেছেন ২৪ আর সুস্থ ১ হাজার ১৪০ জন।

কুড়িগ্রাম জেলায় শনাক্তের সংখ্যা ১ হাজার ৭৭৮ জন, মারা গেছেন ২৭ জন আর সুস্থ হয়েছেন ১ হাজার ২৭৮, ঠাকুরগাঁও জেলায় আক্রান্তের সংখ্যা ৩ হাজার ২৭৬ জন, মারা গেছেন ৮৫ জন আর সুস্থ ১ হাজার ৮৮৬, দিনাজপুর জেলায় শনাক্তের ৮ হাজার ৪৬৮ জন, মারা গেছে ১৮৫ জন আর সুস্থ হয়েছেন ৬ হাজার ১৯০, গাইবান্ধায় শনাক্তের সংখ্যা ২ হাজার ১১৭, মারা গেছেন ২৪ আর সুস্থ হয়েছেন ১ হাজার ৮৩০ জন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আবু মো. জাকিরুল ইসলাম বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া বিকল্প কোনো পথ নেই। সবাইকে নিজ দায়িত্বে স্বাস্থ্যবিধি মানতে হবে। এছাড়া যারা আক্রান্ত হচ্ছেন, তাদের চিকিৎসার বিষয়ে আমরা সর্বোচ্চ সহযোগিতা করছি এবং করব।’

এ বিভাগের আরো খবর