চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে।
নগরের সার্জিস্কোপ হাসপাতালে বুধবার দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত চিকিৎসকের নাম মো. মোস্তাফিজুর রহমান। ৬৫ বছরের মোস্তাফিজুর চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ১৮তম ব্যাচের শিক্ষার্থী।
বাড়ি নোয়াখালী হলেও, পরিবার নিয়ে মোস্তাফিজুর চট্টগ্রামের চকবাজার কাপাসগোলা এলাকায় থাকতেন। মিরসরাই এলাকায় চেম্বার করতেন।
বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৩ জুন মোস্তাফিজুর রহমানের করোনা শনাক্ত হয়। পরদিন ২৪ জুন সার্জিস্কোপ হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। বুধবার দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।
চট্টগ্রামে এ নিয়ে ২৪ জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।