ভারতে করোনায় মৃত্যু কমে ২ হাজারের নিচে নেমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ভাইরাসে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৮৭ জনের।
এ নিয়ে দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ৩ লাখ ৮৩ হাজার ৪৯০ জন।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৬২ হাজার ৪৮০ জন। যা গত ৭৩ দিনের মধ্যে সর্বনিম্ন।
ভারতে এখন পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা গিয়ে পৌঁছেছে ২ কোটি ৯৭ লাখ ৬২ হাজার ৭৯৩-এ।
২৪ ঘণ্টায় যা শনাক্ত হয়েছে তার বেশির ভাগই হয়েছে পাঁচটি রাজ্য থেকে। কেরালায় গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৪৬৯ জন, মহারাষ্ট্রে ৯ হাজার ৮৩০, তামিলনাড়ুতে ৯ হাজার ১১৮, অন্ধ্র প্রদেশে ৬ হাজার ১৫১ এবং কর্ণাটকে ৫ হাজার ৯৮৩ জন নতুন করে শনাক্ত হয়েছেন।
সংখ্যার হিসাবে এই পাঁচ রাজ্য থেকেই দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৬৯ দশমিক ৭ শতাংশ নতুন করোনাভাইরাস শনাক্তের সংখ্যা এসেছে।
দেশটিতে গত এক সপ্তাহে পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৩ দশমিক ২৪ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের বেশির ভাগই মহারাষ্ট্র রাজ্যের, এরপরই আছে তামিলনাড়ু।
বৃহস্পতিবার দেশটিতে শনাক্ত হন ৬৭ হাজার ২০৮ জন। আর মারা যান ২ হাজার ৩৩০ জন।
ভারতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয় মার্চের মাঝামাঝি থেকে। এরপর এপ্রিলে চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় শনাক্তের সংখ্যা। ১৪ এপ্রিল দেশটিতে সর্বোচ্চ এক দিনে ৪ লাখ ১৪ হাজার রোগী শনাক্ত হয়।
এরপর টানা সে সময় কয়েক দিন দৈনিক সংক্রমণ ৪ লাখের ওপরে ছিল। তখন মৃত্যুও ছাড়ায় চার হাজারের বেশি।
দেশটিতে করোনায় মৃত্যুর সরকারি হিসাব অনেক মানবাধিকার সংস্থা প্রত্যাখ্যানও করেছে। তাদের দাবি, এই সংখ্যা আরও বেশি।
এরই মধ্যে মৃত্যু পুনর্মূল্যায়ন করেছে কয়েকটি রাজ্য। সেগুলোতে মৃত্যু নতুন করে বেড়ে যায়।
ভারতে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। আগামী এক-দুই মাসের মধ্যে তৃতীয় ঢেউ আসতে পারে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।