সীমান্তঘেঁষা চাঁপাইনবাবগঞ্জে দ্বিতীয় দফার বিশেষ লকডাউনের মধ্যে রোববার ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার শতকরা ২১ দশমিক ৫৫ ভাগ কমে ১৯ দশমিক ১৩ শতাংশে নেমেছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
জেলার সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী জানান, শনিবার শনাক্তের হার ছিল শতকরা ৪০ দশমিক ৬৮ ভাগ। রোববার ২৪ ঘণ্টায় জেলার ৩৯২টি নুমনা পরীক্ষায় ৭৫ জনের করোনা শনাক্ত হয়।
শুক্রবার জেলায় করোনা শনাক্তের হার ছিল ৫৫ দশমিক ১৫ শতাংশ।
এদিকে দ্বিতীয় দফার বিশেষ লকডাউনের সপ্তম দিন সোমবার সকালের দিকে শহরের নিউমার্কেট এলাকায় প্রয়োজনীয় বাজার করতে আসা মানুষের ভিড় দেয়া গেছে। শহরের মধ্যে রিকশা চলাচলের সংখ্যাও বেড়েছে।
সকাল থেকে শহরজুড়ে বসানো ৫০টি চেকপোস্টে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।
চলমান লকডাউনের মেয়াদ আরও বাড়বে কি না, এ নিয়ে সবার মনেই প্রশ্ন।
সাধারণ জনগণের এ প্রশ্নের উত্তর জানতে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘করোনা শনাক্তের হার দুই দিন ধরে নিম্নগামী। আমরা বিষয়টি নিয়ে আজ বিকেল সাড়ে ৩টার দিকে করোনা প্রতিরোধ কমিটির মিটিং করব। সন্ধ্যার পর আজকের (সোমবার) নমুনা পরীক্ষার ফলও পেয়ে যাব। সবকিছু পর্যালোচনা করে লকডাউনের সময়সীমার বিষয়ে রাত ৮টার মধ্যেই সিদ্ধান্ত নেয়া হবে।’
সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী জানান, করোনায় আক্রান্তদের মধ্যে ২৪৩ জনকে শনিবার সুস্থ ঘোষণা করা হয়। এখন পর্যন্ত শনাক্ত হওয়া ২ হাজার ৪৮৯ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৪৬৪ জন। সুস্থতার হার ৫৮ দশমিক ৮১ শতাংশ।
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ও করোনা ইউনিটের তথ্য কর্মকর্তা আহনাফ শাহরিয়ার জানান, ইউনিটে ৫০টি বেডে সোমবার দুপুর পর্যন্ত ৫০জনই ভর্তি রয়েছেন।
তিনি আরও জানান, সোমবার বেলা ১১টার দিকে একজন রোগীকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, তার অনেক বেশী অক্সিজেন সাপোর্ট প্রয়োজন পড়ছিল। অন্যদিকে তিনজন রোগীকে সুস্থ্য হওয়ায় ছাড়পত্র দেয়া হয়েছে। অক্সিজেন সাপোার্ট ছাড়াই তারা ভাল আছেন, তারা বাড়িতে থেকে চিকিৎসা নেবেন।
আহনাফ শাহরিয়ার বলেন, ‘অনেকেই আমাদের কাছে ফোন দিচ্ছে হাসপাতালের বেডের জন্য। সেন্ট্রাল অক্সিজেন সরবারাহের পাইপগুলো যেভাবে বসানো আছে, তাতে আরও ২০টি বেড করোনা ইউনিটে সংযোজন করা যাবে।’
নতুন করে করোনা ইউনিটে আর কেউ মারা যাননি বলেনও জানান চিকিৎসক আহনাফ শাহরিয়ার।
- আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে সংক্রমণ কমেছে ১৪ শতাংশ
- আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে আরও ১০৭ জনের করোনা
- আরও পড়ুন: আরও ৭ দিনের বিশেষ লকডাউনে চাঁপাইনবাবগঞ্জ