বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভারতে করোনায় সিংহীর মৃত্যু

  •    
  • ৫ জুন, ২০২১ ১৭:১১

নীলা নামে পরিচিত সিংহীটি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে পার্কে মারা যায়। নীলা ছাড়াও পার্কের আরও আটটি সিংহের মধ্যে করোনার সংক্রমণ দেখা দিয়েছে।

ভারতের তামিলনাড়ু রাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নয় বছর বয়সী এক সিংহীর মৃত্যু হয়েছে।

রাজ্যের রাজধানী চেন্নাইয়ের উপকণ্ঠে আরিগনার আন্না জুলজিক্যাল পার্কে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

এনডিটিভির প্রতিবেদনে শুক্রবার বলা হয়, নীলা নামে পরিচিত সিংহীটি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে পার্কে মারা যায়। নীলা ছাড়াও পার্কের আরও আটটি সিংহের মধ্যে করোনার সংক্রমণ দেখা দিয়েছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, নীলার মধ্যে করোনার কোনো উপসর্গ ছিল না। মৃত্যুর আগের দিন তার নাক দিয়ে সামান্য পানি বের হতে দেখার পরপরই তাকে চিকিৎসা দেয়া হয়।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ আরও জানায়, সাফারি পার্কের পাঁচটি সিংহের মধ্যে ক্ষুধামান্দ্য, সর্দি-কাশি দেখা দেয়ায় ১১ সিংহের নমুনা করোনা পরীক্ষার জন্য ভোপালের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি ডিজিজেজে (এনআইএইচএসএডি) পাঠানো হয়।

চিড়িয়াখানার এক কর্মকর্তা বলেন, ‘যেসব সিংহের মধ্যে সার্স-কোভ-২-এর উপস্থিতি পাওয়া গেছে, তাদের আমাদের পশুচিকিৎসকেরা দেখাশোনা করছেন। তামিলনাড়ু ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটিও এ বিষয়ে আমাদের সহযোগিতা করছে।’

চেন্নাইয়ের চিড়িয়াখানায় সিংহদের মধ্যে করোনা সংক্রমণের উৎস সম্পর্কে পরিষ্কারভাবে কিছু জানা যায়নি। চিড়িয়াখানার সব কর্মকর্তা-কর্মচারী করোনার টিকা নেন বলে জানিয়েছে সাফারি পার্কটির কর্তৃপক্ষ।

গত বছরে করোনা মহামারি আকারে আবির্ভূত হওয়ার পর মানুষের পাশাপাশি প্রাণীদের মধ্যেও এর সংক্রমণ দেখা দেয়। পাকিস্তানে দুটি সাদা বাঘের বাচ্চার মৃত্যু করোনা কারণে হয় বলে ধারণা করা হয়। ভারতের দুটি শহরে ও স্পেনে সিংহের মধ্যে করোনা শনাক্ত হয়।

এ বিভাগের আরো খবর