জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দেয়া দেশি-বিদেশি অতিথিদের করোনাভাইরাস পরীক্ষার জন্য ছয়টি প্রতিষ্ঠানকে নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির নবম সভার সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যবস্থা নিয়েছে মন্ত্রণালয়। ১৭ থেকে ২৬ মার্চ বিভিন্ন কর্মসূচিতে আমন্ত্রিত দেশি-বিদেশি অতিথিদের সবার কোভিড-১৯ পরীক্ষার সিদ্ধান্ত হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে বৃহস্পতিবার জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।
দেশি-বিদেশি অতিথিদের কোভিড-১৯ পরীক্ষায় শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, ফুলবাড়িয়ার সরকারি কর্মচারী হাসপাতাল, মহাখালীর আইইডিসিআর এবং জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান-নিপসম দায়িত্ব পালন করবে।
এ সময়ের মধ্যে আয়োজিত কর্মসূচিতে দায়িত্ব পাওয়া পুলিশ সদস্যদের করোনা পরীক্ষা করবে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল।
মুজিববর্ষের অনুষ্ঠান শুরুর ৪৮ ঘণ্টা আগে পরীক্ষা শেষ করতে হবে এবং নমুনা সংগ্রহের ২৪ ঘণ্টার মধ্যে ফলাফল সংশ্লিষ্ট ব্যক্তির ই-মেইলে বা হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে।
আদেশে বলা হয়, নির্ধারিত হাসপাতালে মুজিব শতবর্ষের লোগো ও ব্যানারসহ দৃশ্যমান জায়গায় ডেস্ক বসাতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন বিষয়ক জাতীয় বাস্তবায়ন কমিটির সইযুক্ত কার্ড বা স্লিপ দেখিয়ে এই সুবিধা নিতে হবে।