দেশে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ৪৩৫ জনে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৬১৯ জনের দেহে। এ নিয়ে শনাক্ত হয়েছে পাঁচ লাখ ৪৮ হাজার ৫৪৯ জন।
সবশেষ ২৪ ঘণ্টায় ২১৯টি ল্যাবে ১৫ হাজার ৯৮৫টি নমুনা পরীক্ষা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩.৮৭ শতাংশ। মোট শনাক্তের হার ১৩.৩৬ শতাংশ।
মৃত ৭ জনের মধ্যে পাঁচজন পুরুষ ও দুইজন নারী। তারা সবাই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। তাদের বয়স ৬০ বছরের বেশি।
বিভাগ অনুযায়ী, ঢাকায় চার, চট্টগ্রামে এক, রাজশাহীতে এক ও সিলেটে একজনের মৃত্যু হয়েছে।
দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ১৭ মার্চ প্রথম মৃত্যুর সংবাদ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এখন চলছে সংক্রমণের দ্বাদশ মাস।