বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বেকিং সোডা লাগে অনেক কাজেই

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৫ নভেম্বর, ২০২০ ১১:১৫

বেকিং সোডায় রয়েছে ফাঙ্গাসরোধী উপাদান। মাঝে মাঝে আমাদের ত্বকে ও নখে ফাংগাস হয়। পানি মিশিয়ে বেকিং সোডার পেস্ট তৈরি করে ত্বকে ও নখে লাগান। তারপর উষ্ণ পানি দিয়ে ধুয়ে ফেলুন।

কেক, বিস্কুট তৈরিতে আমরা বেকিং সোডা ব্যবহার করি। কিন্তু এ ছাড়াও দৈনন্দিন জীবনের অনেক কাজে লাগে এই সোডা। রিডার্স ডাইজেস্ট পত্রিকা জানাচ্ছে বেকিং সোডা কীভাবে আমাদের অনেক ছোট ছোট সমস্যার সমাধান করে।

শ্যাম্পুর বিকল্প হিসেবে ব্যবহার

বেশির ভাগ শ্যাম্পুর মূল উপাদান হচ্ছে বেকিং সোডা। চিরুনিতে সামান্য পরিমাণ বেকিং সোডা নিয়ে তা দিয়ে চুল আঁচড়ান। পাঁচ মিনিট রাখুন এবং এরপর হাত দিয়ে চুল ম্যাসাজ করুন। দেখবেন চুল ঝরঝরে হয়ে গেছে। এতে আপনার শ্যাম্পু কেনার খরচ বেঁচে যেতে পারে। বেকিং সোডা দিয়ে চুলের জটও খোলা যায় সহজে।

মাছের গন্ধ দূর করে

কাঁচা মাছের গন্ধ অনেকেরে সহ্য হয় না। গন্ধের কারণে মাছ কাটতে গিয়ে অনেকে অস্বস্তিতে পড়েন। বেকিং সোডা মিশিয়ে  মাছ একটি প্যাকেটে মুড়ে ফ্রিজে এক ঘণ্টা রেখে দিন। গন্ধ দূর হয়ে যাবে।

কাপড় নরম করে

বাজারে অনেক সময় কাপড় নরম করার নানা পণ্য পাওয়া যায় যার রাসায়নিক উপাদান আপনার ত্বকের জন্য ক্ষতিকর। এর পরিবর্তে বেকিং সোডা ব্যবহার করতে পারেন। কাপড় পানিতে ভিজিয়ে তাতে আধা কাপ বেকিং সোডা দিন। কাপড় নরম তুলতুলে হয়ে যাবে।

হীরের অলঙ্কার পরিষ্কার করে

দেহ থেকে প্রাকৃতিকভাবে নির্গত তেল ও ঘাম  থেকে সৃষ্ট অ্যাসিডিটি আপনার হীরের আংটি বা দুলের ঔজ্জ্বল্যকে ম্লান করে দিতে পারে। কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আধা কাপ গরম পানিতে ২ চা চামচ বেকিং সোডা নিন। তারপর আংটিটি সেখানে ভিজিয়ে রাখুন দশ মিনিট। দেখবেন ঝকঝকে হয়ে উঠেছে আপনার হীরের অলঙ্কার।

টাইলসের দাগ দূর করে

টাইলসে কালো বা খয়েরি দাগ পড়লে চিন্তার কোনো কারণ নেই। একটি ভেজা স্পঞ্জে সামান্য পরিমাণ সোডা মিশিয়ে ভালো করে ঘষুন। দাগ উঠে যাবে।

বাচ্চার খেলনা পরিষ্কার করে

ভেলভেট বা উলের তৈরি পুতুল খুব সহজেই ময়লা হয়ে যায়। আপনি এসব খেলনা পরিষ্কার করতে চাইলে এগুলোকে বড় প্লাস্টিকের ব্যাগে ভরুন এবং তাতে ১০০ গ্রাম বেকিং সোডা দিন। এরপর ব্যাগের মুখ বন্ধ করে ভালোভাবে ঝাঁকান। এরপর খেলনাগুলো বের করে তা ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করুন।

ফ্রিজ পরিস্কার করে

মাঝে মাঝে দেখা নানা ধরনের খাবার রাখার ফলে আপনার ফ্রিজ গন্ধ হয়ে গেছে। গন্ধ দূর করার ক্ষেত্রে বেকিং সোডা ভালো ভূমিকা রাখতে পারে। শুধু এক পট বেকিং সোডা ফ্রিজের ভেতর রেখে দিন। এটা অন্যান্য গন্ধকে শোষণ করবে।

ম্যাট্রেস পরিষ্কার করে

যেকোনো ম্যাট্রেস পরিষ্কার করা বেশ কষ্টসাধ্য। বেকিং সোডা এটা পরিষ্কার করবে খুব সহজেই। ম্যাট্রেসের ওপর নিচে কিছু বেকিং সোডা ছড়িয়ে দিন। সারা রাত রেখে দিন। এরপর ভ্যাকুয়াম করুন। দেখবেন সব ময়লা ও বাজে গন্ধ চলে গেছে।

চায়ের স্বাদ বাড়ায়

গরমে অনেকেই বরফ মেশানো চা খেতে পছন্দ করে। এতে সামান্য পরিমাণ বেকিং সোডা মেশালে চায়ের তেতোভাব দূর হয় এবং স্বাদ বৃদ্ধি পায়।

আসবাবপত্র পরিষ্কার করে

আপনার বাড়ির আসবাবপত্র পরিষ্কার করতে পারেন বেকিং সোডা দিয়ে। একটি ভেজা কাপড়ে কিছু বেকিং সোডা দিয়ে মুছুন আসবাবপত্র। যদি আসবাব বেশি ময়লা হয়, তা হলে কিছু বেকিং সোডা এর ওপর ছিটিয়ে রাখুন। ১৫ মিনিট অপেক্ষা করে ভেজা কাপড় দিয়ে মুছুন।

ত্বকের ফাঙ্গাস দূর করে

বেকিং সোডায় রয়েছে ফাঙ্গাসরোধী উপাদান। মাঝে মাঝে আমাদের ত্বকে ও নখে ফাংগাস হয়। পানি মিশিয়ে বেকিং সোডার পেস্ট তৈরি করে ত্বকে ও নখে লাগান। তারপর উষ্ণ পানি দিয়ে ধুয়ে ফেলুন। কয়েকবার করলে দূর হয়ে যাবে ফাঙ্গাস।

ত্বককে কোমল করে

আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনার ত্বক রুক্ষ হয়ে ওঠে। গরম পানিতে বেকিং সোডা মিশিয়ে তা রুক্ষ হয়ে ওঠা ত্বকে লাগান। নিয়মিত করলে ত্বক হয়ে উঠবে কোমল ও উজ্জ্বল।

ছাইদানি পরিষ্কার করে

ছাইদানি বা অ্যাশ ট্রে খুব দ্রুত ময়লা হয় এবং গন্ধও হয়। বেকিং সোডা দিয়ে পরিষ্কার করলে গন্ধ দূর হওয়ার পাশাপাশি ছাইদানিটি চকচকে হয়ে উঠবে।

এ বিভাগের আরো খবর