বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

খুশকি দূর করুন সহজেই

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৯ নভেম্বর, ২০২০ ১০:৩৯

নিম পাতার রস খুশকি দূর করার একটি কার্যকর উপাদান। বেশির ভাগ শ্যাম্পুর প্রধান উপাদান হচ্ছে নিমপাতার রস।

চুলে খুশকির সমস্যা নতুন কিছু নয়। অনেকে সারা বছরই এ সমস্যায় ভোগেন । আবার শীত এলে অনেকে নতুন করে খুশকির সমস্যায় আক্রান্ত হন। মেডলাইফ ব্লগ জানাচ্ছে কী কী জিনিসের ব্যবহারে খুশকি দূর হবে।

অ্যাপল সিডার ভিনেগার: একটি মাঝারি বাটিতে এক কাপ পানি নিন। সমপরিমাণ  অ্যাপল সিডার ভিনেগার ঢেলে ভালো করে মেশান। চুল ধোয়ার পর মিশ্রনটি আলতো করে চুলে মাখুন ও মাথার ত্বকে ম্যাসাজ করুন। এরপর শুকানোর জন্য ১৫ মিনিট সময় দিন। এরপর আবার পানি দিয়ে ভালো করে চুল ধুয়ে ফেলুন। প্রতি দুদিন পর পর এটা করুন।

মেহেদি: খুশকি দূর করার ক্ষেত্রে মেহেদি খুব কাজের। প্রথমে মেহেদি বেঁটে তাতে দই এবং লেবুর রস মেশান। এরপর মিশ্রণটি আট ঘন্টা ঢেকে রেখে দিন। আট ঘন্টা পর এটি চুলে মাখুন।  শুকানোর জন্য দুই ঘন্টা রেখে দিন। এরপর ধুয়ে ফেলুন।

নারকেল তেল: বলা হয় নারকেলের তেল চুলে পুষ্টি জুগিয়ে চুলের স্বাস্থ্যকে ভালো রাখে। দুই টেবিল চামচ নারকেল তেলের সঙ্গে সমপরমিাণ লেবুর রস মিশিয়ে চুলে ও মাথার ত্বকে আলতো করে মাখুন। ২০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে  চুল ধুয়ে ফেলুন। কয়েকদিন টানা করলে দূর হবে খুশকি। খুশকি দূর করার এটা সবচেয়ে ভালো পদ্ধতি।

মেথি বীজ: কিছু মেথিবীজ একটি ছোট বাটিতে পানির মধ্যে সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে উঠে তাতে সামান্য লেবুর রস মেশান। ভাল করে মাথার ত্বকে ও চুলে মাখুন। ৩০ মিনিট রাখার পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

দই: সামান্য পরিমাণ টক দই চুলে ও মাথায় মাখুন। এক ঘন্টা রেখে দিন। এরপর শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।  

নিমপাতার রস:  নিম পাতার রস খুশকি দূর করার একটি কার্যকর উপাদান। বেশির ভাগ শ্যাম্পুর প্রধান উপাদান হচ্ছে নিমপাতার রস। প্রথমে নিমপাতা বেঁটে নিন। এরপর তা মাথা ও চুলে মাখুন। রেখে দিন দশ মিনিট। তারপর ধুয়ে ফেলুন ।

কমলার খোসা: ব্লেন্ডারে দুটি কমলার খোসা ব্লেন্ড করুন। তারপর এতে সামান্য লেবুর রস দিন। চুলে ও মাথায় মাখার পর শুকানোর জন্য ৩০ মিনিট রাখুন। এরপর অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু দিয়ে  চুল-মাথা ধুয়ে ফেলুন।

ডিমের কুসুম: শুকনো মাথা ও চুলে ডিমের কুসুম লাগাতে হবে। এরপর প্লাস্টিকের ব্যাগ দিয়ে মাথা ঢুকে রাখুন এক ঘন্টা। এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

গ্রিন টি: গ্রিন টি এর দুটি ব্যাগ নিন। এরপর গরম পানিতে ব্যাগ দুটি ভিজিয়ে রাখুন ২০ মিনিট ধরে । ঠাণ্ডা হওয়ার পর মাথার ত্বক ও চুলে মাখুন। ৩০ মিনিটি পর ধুয়ে ফেলুন।

 

এ বিভাগের আরো খবর