সাভারের তুরাগ নদে গোসলে নেমে নিখোঁজের ২১ ঘণ্টা পর ভেসে উঠেছে আলভি নামে এক কিশোরের মরদেহ। এখনও নিখোঁজ আরেক কিশোরকে উদ্ধারে অভিযান চলছে।
কাউন্দিয়া ইউনিয়নের তিরিশ ফিটের বালুর চর এলাকা থেকে রোববার বেলা ৩টার দিকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
শনিবার সন্ধ্যার দিকে ওই স্থানেই রাজধানী থেকে আসা ছয় কিশোর গোসল করতে নামে। এ সময় নিখোঁজ হয় আলভি ও রিয়াদ নামের দুই কিশোর।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করলেও রাত হয়ে যাওয়ায় পরে স্থগিত করা হয়।
পুলিশ জানায়, মিরপুর এলাকা থেকে ছয় কিশোর কাউন্দিয়ার ওই এলাকায় ফুটবল খেলতে আসে। খেলা শেষে তারা নদীতে গোসল করতে নামে। এ সময় আলভি ও রিয়াদ পানিতে ডুবে যায়।
খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে। তবে রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান বন্ধ করে দেয় ডুবুরি দল।
এরপর রোববার সকাল ৮টা থেকে আবারও উদ্ধারকাজ শুরু করেন ডুবুরিরা। বেলা তিনটার দিকে নিখোঁজের স্থান থেকে প্রায় ৩০০ গজ দূরে আলভির মরদেহ ভেসে ওঠে। নিখোঁজ আরেক কিশোরকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।
আলভি মিরপুর শাহ আলী থানার সি ব্লকের মো. আল আমিনের ছেলে। এখনো নিখোঁজ রিয়াদ একই এলাকার মো. আক্তারের ছেলে। তারা দুজনেই সপ্তম শ্রেণির ছাত্র।
টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান আব্দুল জলিল বলেন, ‘যেখানে দুই কিশোর নিখোঁজ হয়েছে, সেখানে পানির স্রোত অনেক বেশি। এ কারণে নিখোঁজদের সন্ধান পাওয়া কষ্টকর। চারজনের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে। স্থানীয় প্রশাসন আমাদের সহয়তা করছে। নিখোঁজ আরেকজনকে উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।’
কাউন্দিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহ আলম নিউজবাংলাকে বলেন, গোসলে নেমে নিখোঁজ আলভি নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আলভির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।