বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নৌকাডুবিতে মৃত আরও ৭ রোহিঙ্গাকে ভাসানচরে দাফন

  •    
  • ১৮ আগস্ট, ২০২১ ১৮:২১

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, জেলা প্রশাসনের অনুমতিতে ময়নাতদন্ত ছাড়াই মঙ্গলবার রাত ১২টার দিকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রাতে ঝড়ের কারণে দাফন হয়নি। পরে বুধবার সকালে পুলিশের উপস্থিতিতে তাদের দাফন করা হয়েছে।

ভাসানচর থেকে পালানোর সময় বঙ্গোপসাগরে নৌকাডুবির ঘটনায় মৃত আরও সাত রোহিঙ্গাকে ভাসানচরে দাফন করা হয়েছে।

ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের কবরস্থানে বুধবার সকাল ৯টার দিকে তাদের দাফন করা হয়।

মৃতরা হলেন ক্যাম্পের ৫৪ নম্বর ক্লাস্টারের ২৭ বছর বয়সী মো. রফিক, রফিকের পাঁচ বছর বয়সী মেয়ে রাজুমা; ৫৩ নম্বর ক্লাস্টারের রশিদ আহম্মদের আট বছর বয়সী ছেলে আবুল বশর, দুই বছর বয়সী মেয়ে নূর কলিমা ও ছয় বছর বয়সী মেয়ে তছলিমা; ৫ নম্বর ক্লাস্টারের দুই বছর বয়সী নূর আইশা এবং ৫০ নম্বর ক্লাস্টারের তিন মাস বয়সী নূর আয়েশা।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার বিকেলে মরদেহগুলো ভাসানচর আনা হয়। জেলা প্রশাসনের অনুমতিতে ময়নাতদন্ত ছাড়াই মঙ্গলবার রাত ১২টার দিকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

রাতে ঝড়ের কারণে মরদেহ দাফন হয়নি। পরে বুধবার সকালে পুলিশের উপস্থিতিতে তাদের দাফন করা হয়েছে।

ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের ক্যাম্প ইনচার্জ সহকারী কমিশনার শামীমা আক্তার জাহান জানান, ভাসানচর থেকে পালানোর সময় শুক্রবার রাত আড়াইটার দিকে বঙ্গোপসাগরে নৌকা ডুবে অন্তত ২৬ রোহিঙ্গা নিখোঁজ হয়। ভাসানচর থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে ভাসানচর ও চট্টগ্রামের মাঝামাঝি সাগরে এ ঘটনা ঘটে।

এ সময় ১২ জন সাঁতরে কাছাকাছি থাকা মাছ ধরার নৌকায় উঠে ভাসানচরে ফিরেছে।

এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবি ও সোমবার চারজনের মরদেহ ভাসানচর ক্যাম্পে হস্তান্তর করা হয়। এখনও ১৫ রোহিঙ্গা নিখোঁজ।

এ বিভাগের আরো খবর