বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘কান্না থামাতে না পেরে শিশু হত্যা’

  •    
  • ১৪ আগস্ট, ২০২১ ২১:০৫

ছোটমণি নিবাসের আয়া সুলতানা ফেরদৌসী সিদ্দিকার বরাত দিয়ে ওসি জানান, শিশু নাবিল আহমদ ২২ জুলাই রাতে অতিরিক্ত কান্না করছিল। কিছুতেই কান্না থামাতে পারছিলেন না। একপর্যায়ে বিরক্ত হয়ে নাবিলকে বিছানা থেকে ফেলে দেন।

সিলেট নগরীর বাগবাড়ি এলাকার ছোটমণি নিবাসে ২ মাস বয়সী শিশুকে আছাড় দিয়ে হত্যার দায় আয়া স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

জেলা মহানগর আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাইফুর রহমানের আদালতে শনিবার বিকেলে তিনি জবানবন্দি দেন বলে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ।

ছোটমণি নিবাসের আয়া সুলতানা ফেরদৌসী সিদ্দিকার বরাত দিয়ে ওসি জানান, শিশু নাবিল আহমদ ২২ জুলাই রাতে অতিরিক্ত কান্না করছিল। কিছুতেই কান্না থামাতে পারছিলেন না। একপর্যায়ে বিরক্ত হয়ে নাবিলকে বিছানা থেকে ফেলে দেন।

কাজের চাপে সুলতানা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন বলে আদালতকে জানান।

ওসি জানান, সুলতানার বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায়। শনিবার দুপুরেতাকে আদালতে হাজির করা হয়। পুলিশ রিমান্ড ও ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য আবেদন করে। তিনি আদালতে জবানবন্দি দেয়ায় রিমান্ডের প্রয়োজন হয়নি।

ছোটমণি নিবাস সূত্রে জানা যায়, শিশু নাবিলের বাড়ি সিলেটের গোয়াইনঘাটে। দেড় মাসে আগে তাকে নগরীর বাগবাড়ি এলাকার ছোটমণি নিবাসে আনা হয়। সে এক প্রতিবন্ধী নারীর সন্তান ছিল।

নাবিলের মৃত্যুর পরদিন ২৩ জুলাই একটি অপমৃত্যুর মামলা করে পুলিশ।

ঘটনার ২১ দিন পর গত বৃহস্পতিবার রাতে কোতোয়ালি থানা পরিদর্শন করেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ। তাকে নাবিলের মৃত্যুর বিষয়টি রহস্যজনক বলে জানানো হলে তিনি তখনই ঘটনাস্থলে যান।

ওই রাতেই নিবাসের ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ উদ্ধারের পর হত্যার বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। এরপর মধ্যরাতে সুলতানাকে আটক করা হয়।

সিসিটিভি ফুটেজের বরাত দিয়ে পুলিশ জানায়, ২২ জুলাই রাতে খুব কান্নাকাটি করছিল নাবিল। এতে ক্ষিপ্ত হয়ে দায়িত্বে থাকা আয়া সুলতানা এক পর্যায়ে তাকে বিছানা থেকে তুলে ছুড়ে ফেলে দেন। এ সময় বিছানার স্টিলের রেলিংয়ে বাড়ি খেয়ে মাটিতে পড়ে যায় শিশুটি।

তখনই জ্ঞান হারায় শিশু নাবিল। এরপর নাবিলের মুখের ওপর বালিশ চেপে ধরে তার মৃত্যু নিশ্চিত করেন সুলতানা।

শুক্রবার সন্ধ্যায় কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব আলম মণ্ডল সুলতানার নামে হত্যা মামলা করেন। মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সিলেট সমাজসেবা কার্যালয়ের অধীনে ছোটমণি নিবাসে বর্তমানে আছে ৪২ শিশু। নবজাতক থেকে সাত বছর পর্যন্ত বয়স এসব শিশুর। সেসব শিশুর তত্ত্বাবধানে আয়া আছেন পাঁচজন।

এ বিষয়ে সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নিবাস চন্দ্র দাস বলেন, ‘ঘটনার পরপরই শিশুটির মৃত্যুর ঘটনা তদন্তে একটি কমিটি করা হয়। সেই তদন্ত এখনও চলমান। এ ছাড়া মূল বিষয়টি জানার পরপরই সুলতানাকে আমরা বরখাস্ত করেছি।’

এ বিভাগের আরো খবর