গুলশান ও ভাটারা থানার দুই মামলায় দুই দফা রিমান্ড শেষে কথিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসাকে কারাগারে পাঠিয়েছে আদালত।
ঢাকার মুখ্য মহানগর (সিএমএম) আদালতের হাকিম বাকী বিল্লাহ বুধবার এ আদেশ দেন।
রিমান্ড শেষে বুধবার পিয়াসাকে আদালতে হাজির করা হয়৷ এ সময় গুলশান ও ভাটারা থানার দুটি মাদক মামলায় তাকে ফের পাঁচ দিন করে ১০ দিনের রিমান্ড পেতে আবেদন করে তদন্ত সংস্থা সিআইডি।
পিয়াসার পক্ষে আরিফ হোসেন মজুমদার রিমান্ড বাতিল পূর্বক জামিন আবেদন করেন।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সিএমএম আদালতের কোর্ট হাজতের দায়িত্বপ্রাপ্ত এসআই শহিদুল ইসলাম নিউজবাংলাকে জানান, পিয়াসাকে জেলহাজতে পাঠানো হবে। তবে খিলক্ষেত থানার মামলায় পেন্ডিং থাকা তিনদিনের রিমান্ড কবে কার্যকর হবে তা জানাতে পারেননি তিনি।
গত ১ আগস্ট রাতে বারিধারার বাসায় অভিযান চালিয়ে মদ, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকসহ পিয়াসাকে গ্রেপ্তার করে গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম। পরদিন গুলশান থানায় করা মাদক মামলায় তাকে তিন দিনের রিমান্ডে পাঠায় আদালত।
গুলশান থানায় ছাড়াও ভাটারা ও খিলক্ষেত থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও দুটি মামলা হয় পিয়াসার নামে। তিনটি মামলায় গত ৬ আগস্ট কথিত এই মডেলকে আরও ৮ দিনের রিমান্ডে পাঠায় আদালত।
এর মধ্যে গুলশান থানার মামলায় আবার দুই দিন রিমান্ড দেয়া হয়। আর ভাটারা ও খিলক্ষেত থানার মামলায় দেয়া হয় তিন দিন করে রিমান্ড।