চট্টগ্রামে আলোচিত মাহমুদা খানম মিতু হত্যা মামলার আসামি মোতালেব মিয়া ওয়াসিম ও আনোয়ার হোসেনকে ফের তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।মঙ্গলবার বিকেল ৪টার দিকে চট্টগ্রাম মহানগর হাকিম হোসেন মোহাম্মদ রেজা সাত দিনের রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন।
পাঁচলাইশ থানার জিআরও উপপরিদর্শক (এসআই) শাহীন ভূঁইয়া জানান, মিতু হত্যা মামলার কারাবন্দি আসামি মোতালেব ও আনোয়ারকে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে তদন্ত সংস্থা পিবিআই। আদালত শুনানি শেষে প্রত্যেককে তিন দিনের রিমান্ড দেয়।
বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রী মিতুকে হত্যার অভিযোগে তৎকালীন এসপি বাবুল আকতারের বিরুদ্ধে গত ১২ মে পাঁচলাইশ থানায় মামলা করা হয়। মিতুর বাবা মোশাররফ হোসেনের করা সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওই দিনই বাবুলকে আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেন। রিমান্ড শেষের পর থেকে কারাগারে আছেন বাবুল।
২০১৬ সালের ৫ জুন ভোরে ছেলেকে স্কুলে পৌঁছে দিতে বের হওয়ার পর চট্টগ্রাম শহরের জিইসি মোড়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় মিতুকে।
ঘটনার পর বাবুল আকতার পাঁচলাইশ থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, তার জঙ্গিবিরোধী কার্যক্রমের জন্য স্ত্রীকে হত্যা করা হয়ে থাকতে পারে।
তবে বাবুলের শ্বশুর সাবেক পুলিশ কর্মকর্তা মোশাররফ হোসেন ও শাশুড়ি সাহেদা মোশাররফ এই হত্যার জন্য বাবুলকে দায়ী করে আসছিলেন।
শুরু থেকে চট্টগ্রাম পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) মামলাটির তদন্ত করে। পরে ২০২০ সালের জানুয়ারিতে আদালত মামলাটির তদন্তের ভার পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) দেয়।