বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পরীমনিকে একনজর দেখতে আদালতে শতবর্ষী নানা

  •    
  • ১০ আগস্ট, ২০২১ ১৩:১১

পরীমনির নানা শামছুল হকের দাবি, তার বয়স ১১০ বছর। কাঁপা কাঁপা কণ্ঠে বলেন, ‘পরীমিন আমার কাছেই বড় হয়েছে। শেষ বয়সে আমি তার কাছেই থাকছিলাম। মেয়েটার বাপ মা কেউ নাই। আমার কাছেই বড় হয়েছে, মানুষ হয়েছে। ওর জন্য দুশ্চিন্তায় আমার ঘুম হয় না। কেউ নেই ওকে দেখার জন্য।’

মাদক মামলায় গ্রেপ্তার আলোচিত অভিনেত্রী পরীমনিকে একনজর দেখতে ঢাকার আদালত প্রাঙ্গনে চলে এসেছেন তার শতবর্ষী নানা শামছুল হক গাজী। সাংবাদিকদের বলেন, ‘কতদিন হলো তাকে দেখি না।’

মঙ্গলবার দুপুরে যখন পরীমনিকে আদালতে তোলার কিছুক্ষণ আগে থেকেই শামছুল হককে আদালত চত্বরে দেখা যায়। জানালেন, পরীমনির এক খালুর সঙ্গে আদালতে এসেছেন তিনি।

শামছুল হকের দাবি, তার বয়স ১১০ বছর। কাঁপা কাঁপা কণ্ঠে বলেন, ‘পরীমিন আমার কাছেই বড় হয়েছে। শেষ বয়সে আমি তার কাছেই থাকছিলাম। মেয়েটার বাপ মা কেউ নাই। আমার কাছেই বড় হয়েছে, মানুষ হয়েছে।

‘ওর জন্য দুশ্চিন্তায় আমার ঘুম হয় না। কেউ নেই ওকে দেখার জন্য। আমার নিজেরও কিছুদিন অপারেশন হয়েছে। এখনও আমি অসুস্থ। তাকে কতদিন দেখি না। তাই বাধ্য হয়েই একনজর দেখতে আদালতে এসেছি।’

নাতনির মুক্তি দাবি করেন কি না জানতে চাইলে শামছুল হক বলেন, ‘তারা যদি দয়া করে মুক্তি দেয়, আমার আর কিছু বলার নেই।’

মাদক নিয়ন্ত্রণ মামলায় চার দিনের রিমান্ড শেষে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমনিকে আদালতে তোলে সিআইডি।

গত ৪ আগস্ট বনানীর নিজ নিজ বাসা থেকে মাদকসহ র‌্যাবের হাতে গ্রেপ্তার হন এই অভিনেত্রী।

এ বিভাগের আরো খবর