পরীমনিসহ সাম্প্রতিক অভিযানে যাদের আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে দায়ের মামলাগুলো তদন্ত করতে চায় র্যাব। এ বিষয়ে অনুমতি চেয়ে রোববার পুলিশ সদরদপ্তরে একটি চিঠি দেয়া হয়েছে বাহিনীটির পক্ষ থেকে।
চিঠির বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদ। তিনি বলেন, ‘আমাদের ধারাবাহিক অভিযানে সম্প্রতি যারা গ্রেপ্তার হয়েছেন, তাদের বিষয়ে আমরা বিশদ তদন্ত করতে চাই। সে জন্য মামলাগুলোর তদন্তভার আমরা চেয়েছি।
‘আপনারা জানেন, সব মামলার তদন্ত আমরা করি না। কিছু বিশেষ অভিযানের পর সেই মামলাগুলো আমাদের তদন্ত করার প্রয়োজন পড়ে। যেমন ক্যাসিনোবিরোধী অভিযানের পর আমরা সেই মামলাগুলোর তদন্ত করেছি। ঠিক সেভাবেই আমরা এই সাম্প্রতিক অভিযানের মামলাগুলোর তদন্ত করতে চাচ্ছি। পুলিশ সদরদপ্তর অনুমতি দিলে আমরা মামলাগুলোর তদন্ত করব।’
গত ২৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে র্যাব। পরে তাদের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে ১০টি মামলা করে র্যাব। যাদের বিরুদ্ধে র্যাব মামলা করেছে তারা হলেন, আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত বিতর্কিত নেত্রী হেলেনা জাহাঙ্গীর, হেলেনার সহযোগী হাজেরা খাতুন ও সানাউল্লাহ নূরী, চলচ্চিত্র অভিনেত্রী পরীমনি, পরীমনির সহযোগী আশরাফুল ইসলাম দীপু, চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ, রাজের সহযোগী সবুজ আলী, মডেল পিয়াসা-মৌয়ের দুই সহযোগী শরিফুল হাসান ওরফে মিশু হাসান এবং মাসুদুল ইসলাম ওরফে জিসান।
মামলাগুলোর তদন্তভার প্রথমে থানা পুলিশ এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পর এখন পেয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।