মডেল ও অভিনেত্রী হিসেবে পরিচিতি থাকলেও কয়েকটি ছাড়া আর কোনো বিজ্ঞাপন চিত্রে দেখা মেলেনি মাদকসহ গ্রেপ্তার ফারিয়া মাহবুব পিয়াসাকে। এমনকি কোনো টিভি নাটক বা সিনেমাতেও দেখা যায়নি তাকে।
পিয়াসা কখনও নিজেকে বেসরকারি টেলিভিশনের পরিচালক, কখনওবা রিসোর্টের মালিক হিসেবে পরিচয় দিয়েছেন। তবে সেই পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি।
আয়ের কোনো নির্দিষ্ট উৎস না পাওয়ায় গ্রেপ্তারের পর পিয়াসার বিলাসী জীবন নিয়ে উঠেছে নানা প্রশ্ন।
বারিধারার যে ফ্ল্যাটটিতে তিনি থাকতেন, সেটি দেখলেও তার বিলাসী জীবন সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। রোববার রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তারের সময় ওই বাসা থেকে ইয়াবা, মদ ও সিসার সরঞ্জাম জব্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের অভিযানের সময় ওই বাসায় দেখা যায়, ফটক দিয়ে প্রবেশ করলেই বিশাল একটি বসার ঘর। এতে যে আসবাব রয়েছে সেগুলোও অনেক দামি।
পুলিশ বলছে, বিত্তবানদের ব্ল্যাকমেইল করে বিপুল পরিমাণ অর্থ দাবি করতেন পিয়াসা ও তার সঙ্গীরা।
সোমবার পিয়াসাকে আদালতে হাজির করা হয়। ছবি: পিয়াস বিশ্বাসশোবিজে পিয়াসাকে প্রথম দেখা যায় ২০০৮ সালে, টিভি রিয়েলিটি শো সুপার হিরো-হিরোইনের প্রতিযোগী হিসেবে। বেসরকারি টেলিভিশন এনটিভি, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন এবং মার্কেট একসেস গ্রুপ যৌথভাবে এই রিয়েলিটি শোর আয়োজন করেছিল।
এটি প্রচারও হতো এনটিভির পর্দায়। ওই সময় প্রতিযোগিতায় পরীক্ষার অংশ হিসেবে ছোট ছোট কিছু কাহিনি চিত্রে তাকে দেখা যায়।
ইউটিউবে থাকা একটি ভিডিওতে দেখা যায় ‘প্রেম ও যুদ্ধ’ নামের একটি প্রোডাকশনে মোহাম্মদ হোসেন জেমীর পরিচালনায় আসিফ ইমরোজের সঙ্গে অভিনয় করেছেন পিয়াসা।
নাম প্রকাশে অনিচ্ছুক এনটিভির এক কর্মকর্তা নিউজবাংলাকে বলেন, ‘২০০৮ সালে হওয়া সুপার হিরো-হিরোইনের আয়োজনে পিয়াসা হয়েছিলেন তৃতীয় অর্থাৎ সেকেন্ড রানারআপ। শোতে নানা রকম পরীক্ষা দিতে হতো। সেই পরীক্ষার অংশ হিসেবে তাকে কখনও নাচ করতে হয়েছে, কখনও অভিনয় করতে হয়েছে।
‘সেগুলো এনটিভিতে প্রচার হতো, কিন্তু সেটি টেলিভিশনের কোনো প্রোডাকশন না। পরবর্তীতে এনটিভি তাকে নিয়ে কোনো কাজ করেনি।’
ওই রিয়েলিটি শোতে পিয়াসাকে নিয়ে কাজ করা নির্মাতা মোহাম্মদ হোসেন জেমীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান জানান, পিয়াসা কোনো সিনেমাতে পরবর্তীতে অভিনয় করেননি।
তিনি নিউজবাংলাকে বলেন, ‘সুপার হিরো-হিরোইনের অভিনয়শিল্পীদের নিয়ে পরিচালকদের কাজ করার কথা ছিল। কিন্তু পিয়াসাকে নিয়ে কাজ করা হয়নি। পরে তিনি কোনো সিনেমাতে অভিনয়ও করেননি।
‘আমার সঙ্গে তার দুই-একবার কথা হয়েছিল, কিন্তু সিনেমার কাজ আর আগায়নি। কারণ সে সময় তিনি সোহানা টিভি বা এই নামের মতো কোনো এক প্রতিষ্ঠানের পদে বসেছিলেন।’
পিয়াসাকে অবশ্য পরবর্তীতে ওয়ালটন ফ্রিজের কয়েকটি বিজ্ঞাপনে দেখা যায়। এটি ছাড়া আর কোনো বিজ্ঞাপনে তিনি অংশ নিয়েছেন, এমন কোনো তথ্য কেউ নিশ্চিত করতে পারেননি।
পিয়াসা একসময় এশিয়ান টেলিভিশনের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন বলে জানা যায়। তবে তিনি কবে দায়িত্ব পালন করেছেন বা কত দিন এ দায়িত্বে ছিলেন তা জানাতে রাজি হয়নি টেলিভিশন কর্তৃপক্ষ।
এশিয়ান টিভির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে নিউজবাংলাকে বলেন, ‘পিয়াসা এশিয়ান টিভির এমডি মিজান সাহেবের ঘনিষ্ঠজন ছিলেন। তিনি কখনও এশিয়ান টিভির পরিচালক হিসেবে কাজ করেননি।’
বনানীতে ২০১৭ সালের আলোচিত ‘দ্য রেইন ট্রি’ হোটেলে ধর্ষণের ঘটনায় পিয়াসা আলোচনায় আসলে তখন নিজেকে এশিয়ান টিভির সাবেক পরিচালক হিসেবে পরিচয় দিয়েছিলেন।
পিয়াসা ও তার সহযোগী মৌএ ছাড়া পিয়াসা একটি ফেসবুক পোস্টে নিজেকে কক্সবাজারের বিলাসবহুল রিসোর্ট হোয়াইট স্যান্ড রিসোর্টের পরিচালক হিসেবে পরিচয় দেন।
রিসোর্টের ফেসবুক পেজে গিয়ে দেখা যায়, এতে সবশেষ পোস্ট করা হয়েছে ২০১৮ সালে। সেখান থেকে পাওয়া ওয়েবসাইট ঘেঁটে যোগাযোগের কয়েকটি নম্বর পাওয়া গেলেও সেগুলো বন্ধ পাওয়া যায়।
রিসোর্টের পেজে অভিনেতা ইলিয়াস কাঞ্চনকেও সেই রিসোর্টের একজন পরিচালক হিসেবে পরিচয় দেয়া হয়েছে। অবশ্য এ বিষয়ে কিছুই জানেন না বলে নিউজবাংলাকে জানিয়েছেন ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, ‘আমি আমার পরিচালক পদ নিয়ে কিছুই জানি না।’
তিনি অস্বীকার করলেও রিসোর্টের ফেসবুক পেজে ২০১৮ সালের মার্চের একটি পোস্টে ইলিয়াস কাঞ্চনকে দেখা যায়।
রেইন ট্রি ধর্ষণে আলোচনায় পিয়াসা
২০১৭ সালের ২৮ মার্চ বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে জন্মদিনের পার্টির কথা বলে ডেকে নিয়ে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা সারা দেশেই বেশ আলোচিত হয়। ওই ঘটনায় মূল অভিযুক্ত সাফাত আহমেদের সাবেক স্ত্রী পিয়াসাও সে সময় গণমাধ্যমের আলোচনায় আসেন।
সাফাত আহমেদ ছিলেন আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে। ওই ঘটনার দুই বছর পর সাবেক শ্বশুরের বিরুদ্ধে জোরপূর্বক গর্ভপাতের চেষ্টা, নির্যাতন এবং হত্যার হুমকির অভিযোগ আনেন পিয়াসা।
২০১৯ সালের ১১ মার্চ ঢাকা মহানগর বিচারক তোফাজ্জল হোসেনের আদালতে একটি মামলাও করেন তিনি। এতে আপন রিয়েল স্টেটের উপদেষ্টা মোখলেছুর রহমানকেও আসামি করা হয়।
এজাহারে বলা হয়, ২০১৫ সালে বিয়ের পর শ্বশুরের গুলশান-২-এর বাসায় থাকতেন পিয়াসা। বিয়ের কিছুদিন পর থেকেই দিলদার আহমেদ শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন পিয়াসাকে।
এ ছাড়া সাফাতকে তালাক দেয়ার জন্য পিয়াসাকে মানসিকভাবে চাপ দিতেন বলে দিলদার আহমেদের বিরুদ্ধে অভিযোগ করেন।
পিয়াসা আরও অভিযোগ করেন, তিনি অন্তঃসত্ত্বা হওয়ার পর তার গর্ভের সন্তান নষ্ট করার জন্য গোপনে খাবারের মধ্যে ওষুধ মেশানোর চেষ্টা করা হয়।
মুনিয়ার আত্মহত্যার ঘটনায়ও পিয়াসার নাম
গত ২৬ এপ্রিল রাজধানীর গুলশানের অভিজাত ফ্ল্যাট থেকে মোসারাত জাহান মুনিয়া নামে এক তরুণীর মরদেহ উদ্ধারের পর তা নিয়ে বেশ আলোড়ন তৈরি হয়।
ওই ঘটনায় মুনিয়ার বড় বোন নুসরাত জাহান গুলশান থানায় আত্মহত্যায় প্ররোচনার একটি মামলাও করেন। এ মামলার এজাহারেও আসে কথিত মডেল পিয়াসার নাম।
সবশেষ গ্রেপ্তার পিয়াসা
রাজধানীতে রোববার পৃথক অভিযানে আটক মডেল ফারিয়া মাহবুব পিয়াসা এবং তার সহযোগী মরিয়ম আক্তার মৌয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পিয়াসার বিরুদ্ধে গুলশান থানায় এবং মৌয়ের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) মামলা করে।
গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ফাইন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম রোববার রাত ১১টার দিকে বারিধারার নিজ বাসা থেকে ফারিয়া মাহাবুব পিয়াসাকে গ্রেপ্তার করে। ওই সময় তার বাসা থেকে ৭৮০ পিস ইয়াবা, বিভিন্ন ব্র্যান্ডের ৮ লিটার মদ, সিসা লাউঞ্জের সরঞ্জাম ও সিম্বা ব্র্যান্ডের চারটি প্রিমিয়ার বিয়ার জব্দ করা হয়।
মোহাম্মদপুরের বাবর রোডের বাসা থেকে আটক হন মডেল মৌরাত ১২টার দিকে আরেক অভিযানে মোহাম্মদপুর বাবর রোড এলাকা থেকে মরিয়ম আক্তার মৌকে গ্রেপ্তার করে গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম। তার বাসা জব্দ করা হয় ৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও বিভিন্ন ব্র্যান্ডের ১২ লিটার মদ।
এ মামলায় সোমবার বিকেলে পিয়াসা ও মৌকে তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত।