বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা: থানায় জিডি

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৪ জুলাই, ২০২১ ১২:৩১

জিডিতে বলা হয়েছে, ‘শাহজালাল’ নামের ওই ফেরির ধাক্কায় পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের পাইল ক্যাপের উপরের ভাগ ও সাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগেও একাধিকবার বিআইডব্লিউটিসির ফেরি পদ্মা সেতুর পিলারে আঘাত হেনেছে। বিআইডব্লিউটিসিকে মৌখিক ও লিখিতভাবে সাবধানতার সঙ্গে ফেরি চালানোর অনুরোধ করে সেতু কর্তৃপক্ষ।

শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে পদ্মা সেতুর পিলারে রো রো ফেরির ধাক্কা লাগার ঘটনায় মাদারীপুরের শিবচর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের শুক্রবার রাতে জিডি করেছেন।

এই তথ্য নিশ্চিত করে শিবচর থানার উপপরিদর্শক রবিউল ইসলাম বলেন, ‘পদ্মা সেতু কর্তৃপক্ষ গত রাতে জিডি করেছে। আমরা বিআইডব্লিউটিসিসহ অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে তদন্ত করব।’

তিনি জানান, জিডিতে বলা হয়েছে যে, ‘শাহজালাল’ নামের ওই ফেরির ধাক্কায় পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের পাইল ক্যাপের উপরের ভাগ ও সাইট ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগেও একাধিকবার বিআইডব্লিউটিসির ফেরি পদ্মা সেতুর পিলারে আঘাত হেনেছে। বিআইডব্লিউটিসিকে মৌখিক ও লিখিতভাবে সাবধানতার সঙ্গে ফেরি চালানোর অনুরোধ করেছিল সেতু কর্তৃপক্ষ।

ফেরিটির ফিটনেস ও চালকের যোগ্যতা বা দক্ষতা ছিল কি না, তা তদন্ত করে দেখার অনুরোধ করা হয় জিডিতে।

এদিকে, নৌ পরিবহন মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল ও তদন্ত কমিটির সদস্যরা শনিবার সকালে ঘটনাস্থল পরির্দশন করেছেন। শিমুলিয়া ঘাট থেকে রো রো ফেরি শাহ পরানে করে নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে তারা সেখানে যান। তারা পদ্মা সেতুর ১৭ নাম্বার পিলারের আশপাশ ঘুরে দেখেন।

তবে এ বিষয়ে কোনো মন্তব্য তারা করেননি।

এর আগে শুক্রবার দুপুরে সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম বলেন, ‘ফেরির ধাক্কায় সেতুর সামান্যই (ক্ষতি) হয়েছে। এটা কোনো ব্যাপার না। ধাক্কা লাগতে পারে এমন চিন্তা তো আমাদের ছিল, যেহেতু বড় নদীর মধ্যে বড় জাহাজ যাবে। সেই প্রভিশন আছে, ধাক্কা লাগতে পারে।’

ন্যূনতম ক্ষতি কী হয়েছে, জানতে চাইলে এই মেগা প্রকল্পের প্রকল্প পরিচালক বলেন, ‘যেটুকু আঘাত লেগেছে, এটা নিয়ে আমরা চিন্তিত না। তবে এসব ঘটনা যাতে রিপিট না হয়, সে ব্যাপারে আমরা কাজ করছি।’

পদ্মা বহুমুখী সেতুর পিলারের সঙ্গে ফেরি এমভি শাহজালালের সংঘর্ষের বিষয়টি তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্যিক) এস এম আশিকুজ্জামানকে আহ্বায়ক করে গঠিত তদন্ত কমিটিতে আরও আছেন বিআইডব্লিউটিএর পরিচালক মো. শাহজাহান, বিআইডব্লিটিসির এজিএম (মেরিন) আহমেদ আলী ও এজিএম (প্রকৌশল) রুবেলুজ্জামান।

এর আগে ওই ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করে বিআইডব্লিউটিসি। এতে বলা হয়, ফেরিটি ‘সঠিকভাবে পরিচালনায় ব্যর্থ হওয়ায়’ তাকে বরখাস্ত করা হলো।

শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে পদ্মা সেতুর পিলারে ধাক্কা লেগে ওই রো রো ফেরির ২০ যাত্রী আহত হন। তারপরই বিআইডব্লিউটিসি এক আদেশে আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করে।

শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে সেতুর ১৭ নম্বর পিলারে ‘শাহজালাল’ নামের রো রো ফেরির ধাক্কায় দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আসার পথে চালক নিয়ন্ত্রণ হারালে ফেরিটি দুর্ঘটনার কবলে পড়ে।

তবে তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণে এনে বড় ধরনের বিপর্যয় ছাড়াই শিমুলিয়া ঘাটে ফেরিটি নোঙর করা হয়।

ফেরিটির চালক আব্দুর রহিম বলেন, ‘ফেরির ইলেকট্রিক সিস্টেম ফেল করায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। এ সময় নদীতে তীব্র স্রোতের কারণে ফেরিটি পিলারে গিয়ে ধাক্কা লাগে।’

এ বিভাগের আরো খবর