গাজীপুরের কাশিমপুরে একটি বাড়ির নির্মাণাধীন অংশের শৌচাগার থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধারের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের পানিশাইল এলাকা থেকে জাহাঙ্গীর আলম সোহাগ নামের ওই ব্যক্তিকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়।
সোহাগ ওই এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন।
শনিবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিসি) মো. জাকির হাসান নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
ডিসি জাকির জানান, গত মঙ্গলবার রাতে পানিশাইল এলাকার একটি বাড়ির নির্মাণাধীন অংশের তিনতলায় মালিক আমিনুল ইসলামকে ফোন করে ডেকে নেন সোহাগ। পরে আমিনুলের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন তিনি। টাকা দিতে অস্বীকার করেন আমিনুল।
ভয় দেখাতে আমিনুলের গলায় ছুরি ধরেন সোহাগ। এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে আমিনুলের গলায় ছুরি চালিয়ে তার পকেটে থাকা টাকা নিয়ে পালিয়ে যান সোহাগ।
- আরও পড়ুন: শৌচাগারে মিলল অর্ধগলিত মরদেহ
তিনি আরও জানান, শুক্রবার কাশিমপুর থানায় অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন আমিনুলের ছেলে জাবেদ। পরে প্রযুক্তির সহায়তায় ওই দিনই কাশিমপুর এলাকা থেকে সোহাগকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন তিনি। পরে সোহাগের দেয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে পানিশাইল এলাকার ওই বাড়ির নির্মাণাধীন অংশ থেকে আমিনুলের মরদেহ অর্ধগলিত অবস্থায় উদ্ধার করা হয়।
কাশিমপুর থানার উপপরিদর্শক (এসআই) দীপঙ্কর কুমার বলেন, ‘পানিশাইল এলাকায় জমি কিনে বাড়ি নির্মাণ করেছিলেন বাবুল। দোতলা পর্যন্ত কাজ সম্পন্ন হয়েছে। বাকি তিনতলার কাজ নির্মাণাধীন ছিল। দোতলার একটি কক্ষে একাই থাকতেন তিনি।
‘ভবনের অন্য কক্ষগুলো ভাড়া দেয়া ছিল। কয়েক দিন ধরে নিখোঁজ ছিলেন আমিনুল। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই বাড়িতে দুর্গন্ধ পেয়ে ভাড়াটেরা মধ্যরাতে নির্মাণাধীন তিনতলার বাথরুমে ভবনমালিকের অর্ধগলিত লাশ পড়ে থাকতে দেখেন।’
তিনি আরও বলেন, ‘লাশটি পচে যাওয়ায় প্রাথমিক পর্যায়ে গায়ে কোনো ধরনের আঘাতের চিহ্ন বোঝা যাচ্ছিল না। পরে ঢাকা থেকে ফরেনসিক বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে লাশ পরীক্ষা-নিরীক্ষার পর গলায় ধারালো অস্ত্রে জবাইয়ের আলামত পান।’
এসআই দীপঙ্কর বলেন, ‘ময়নাতদন্তের জন্য লাশটি গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’