চট্টগ্রামে র্যাবের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।
নগরের বাকলিয়া থানার বলিরহাট এলাকায় অভিযান চালিয়ে রোববার রাত ৯টার দিকে তাদের আটক করা হয়।
র্যাব-৭-এর উপ-অধিনায়ক মেজর নাছিরুল হাসান খান এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘হামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে। পাশাপাশি ২০ ট্রাক চোরাই কাঠ জব্দ করা হয়েছে।’
রোববার বেলা ২টার দিকে চট্টগ্রামের বাকলিয়ায় বলিরহাটে ফার্নিচার মার্কেটে অবৈধ কাঠ উদ্ধারে গিয়ে হামলার শিকার হয় র্যাব। এই ঘটনায় র্যাবের চার সদস্য আহত হন।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, অবৈধ কাঠ মজুত আছে এমন খবর পেয়ে বলিরহাটে একটি ফার্নিচার দোকানে রোববার দুপুরে অভিযান শুরু করে র্যাব। অভিযান শুরুর পর ওই এলাকার মসজিদের মাইকে ডাকাত এসেছে ঘোষণা দিয়ে লোক জড়ো করা হয়।
এরপর দুর্বৃত্তরা র্যাবের ওপর হামলা করে। আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক হামিদুর রহমান বলেন, বিকেল ৪টার দিকে চার র্যাব সদস্যকে হাসপাতালে আনা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘ঘটনার ব্যাপারে আমরা কিছুই জানি না। সম্ভবত তারা (র্যাব) অভিযান করছে।’