বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ত্ব-হার ফেরা: যা বললেন দুই প্রত্যক্ষদর্শী

  •    
  • ১৮ জুন, ২০২১ ১৬:১২

‘আমি দেখলাম আমার বাড়ির সামনে দিয়া আসতেছে। তখন আমি কামের মধ্যে ছিলাম। তাকে বললাম, কী ব্যাপার, আপনি এদিক থেকে যাইতেছেন? তখন তিনি বলেন, চুপ কর চুপ কর। কোনো কথা হবে না। পরে আলাপ হবে।’

গত কয়েক দিনে ব্যাপক আলোচিত ক্রিকেটার থেকে ইসলামি বক্তা বনে যাওয়া আবু ত্ব-হা মোহাম্মদ আদনানের প্রকাশ্যে আসার পর যারা তাকে দেখেছেন, সেই দুজনের সঙ্গে কথা হয়েছে নিউজবাংলার।

১০ জুন থেকে খোঁজ না পাওয়া ত্ব-হাকে ৮ দিন পর দেখা যায় রংপুর শহরে আবহাওয়া অফিসের মাস্টারপাড়ায় শ্বশুরবাড়িতে। তার শ্বশুরের নাম আজহারুল ইসলাম (মণ্ডল)।

ত্ব-হা বিয়ে করেছেন দুটি। আজহারুল তার প্রথম স্ত্রীর বাবা।

শুক্রবার দুপুর ১২টার দিকে ত্ব-হা সেই বাড়িতে ফেরেন। আর তার সেখানে ফেরার সময় দেখেছেন স্থানীয় দুই বাসিন্দা বিপ্লব মিয়া ও মো. খোকন।

বিপ্লব মিয়া নিউজবাংলাকে বলেন, ‘একাই ঢুকছিল।’

ত্ব-হা তখন কোন পোশাকে ছিলেন, তার বর্ণনা দিয়ে বিপ্লব বলেন, ‘খালি শুধু একটা হাফহাতা গেঞ্জি আর পায়জামাটা ও মাস্ক পরা ছিল। আর কোনো কিছু ছিল না।’

ত্ব-হাকে বিল্পব যখন দেখেন, তখন দুপুর সাড়ে ১২টা।

বিপ্লব ওই এলাকারই বাসিন্দা।

ত্ব-হার শ্বশুরবাড়ি ঢোকেন পেছনের দরজা দিয়ে।

বিপ্লব বলেন, ‘সাড়ে ১২টার দিকে এখানে নামি আমার গলির দিকে আসছে। ওনার বাড়ির পেছনে একটা দরজা আছে। পেছনের দরজা দিয়ে ঢুকছে।’

কার বাড়িতে ঢুকল?

‘শ্বশুরবাড়ি।’

শ্বশুরের নাম কী?

‘শ্বশুরের নাম মণ্ডল।’

ত্ব-হাকে দেখে তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন আরেক প্রত্যক্ষদর্শী মো. খোকন। তিনি তার শ্বশুরবাড়ি পর্যন্ত যান।

জানান, ত্ব-হাকে দেখে তিনি যখন প্রশ্ন করেন, তখন জবাব পান- ‘এখন কিছু বলতে পারব না।’

খোকন বলেন, ‘আমি দেখলাম আমার বাড়ির সামনে দিয়া আসতেছে। তখন আমি কামের মধ্যে ছিলাম। তাকে বললাম, কী ব্যাপার, আপনি এদিক থেকে যাইতেছেন?’

নিখোঁজের ৮ দিন পর উদ্ধার করা হয়েছে ইসলামি বক্তা আবু ত্ব-হা মোহাম্মদ আদনানকে। ছবি: নিউজবাংলা

মুখে আঙুল রেখে ত্ব-হা কী ইশারা করেছেন, সেটি বুঝিয়ে তিনি বলেন, ‘তখন তিনি বলেন, চুপ কর, চুপ কর। কোনো কথা হবে না। পরে আলাপ হবে।

‘এই কথা বলে তখন তিনি চলে গেলেন।’

সেখানে থেমে না থেকে উৎসুক হয়ে ওঠা খোকন চলে যান ত্ব-হার শ্বশুরবাড়ি। তবে সেখানে গিয়েও তিনি তার প্রশ্নের জবাব পাননি।

খোকন বলেন, “আমি কিছু বললাম না (ত্ব-হার বক্তব্য শোনার পর)। তখন আমি ওনার বাসায় (শ্বশুরবাড়ি) গেলাম। যাওয়ার পরে ওনার শালি বলল, ‘এখন কোনো কথা বলবে না। কালকে ব্রিফিং হবে তখন তিনি কথা বলবে’।”

‘এই পর্যন্তই আমি ছিলাম। পরে আমি চলে আসলাম’- বলেন খোকন।

ত্ব-হা ছিলেন একজন ক্রিকেটার। তবে গত কয়েক বছরে ধর্মে ঝুঁকে পড়েন। আর খেলাধুলা ছেড়ে একপর্যায়ে ইসলামের নানা দিক নিয়ে বক্তব্য দিতে থাকেন।

তার নানা বক্তব্য ইসলামি বক্তাদের মধ্যেও বিতর্ক তৈরি করে।

গত ৮ জুন তিনি রংপুর থেকে ঢাকায় আসার সময় নিখোঁজ হন বলে জানান দ্বিতীয় স্ত্রী সাকিবুন্নাহার।

তিনি জানান, ত্ব-হা তার কাছেই আসছিলেন।

তার এই নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে তুমুল আলোচনা তৈরি হয়। পুলিশ সাধারণ ডায়েরি নিচ্ছে না বলে সাবিকুন অভিযোগ করলেও ত্ব-হার মা রংপুরে সাধারণ ডায়েরি করেন।

এ বিভাগের আরো খবর