আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানসহ নিখোঁজ চারজনকে উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
নিখোঁজ হওয়া নিয়ে বৃহস্পতিবার এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার এ কথা জানান।
ওই সাংবাদিক হাফিজ আক্তারের উদ্দেশে বলেন, বিভিন্ন সময়ে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে ডিবি ভূমিকা রেখেছে। আবু ত্ব-হাসহ চারজনের বিষয়ে ডিবি কোনো ব্যবস্থা নিচ্ছে কি না।
জবাবে হাফিজ আক্তার বলেন, ‘ত্ব-হাসহ চার ব্যক্তি নিখোঁজ হওয়ার বিষয়টি জেনেছি। এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে রংপুরে।
‘রংপুর মেট্রোপলিটন পুলিশের সঙ্গে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশও এ বিষয়টি নিয়ে কাজ করছে।’
গত ৮ জুন রাতে রংপুর থেকে ব্যক্তিগত গাড়িতে করে ফেরার পথে ঢাকার গাবতলী এলাকা থেকে নিখোঁজ হন ত্ব-হা, তার দুই সফরসঙ্গী ও গাড়ির চালক।
নিখোঁজ ব্যক্তিরা হলেন আফসানুল আদনান ওরফে আবু ত্ব-হা আদনান, আমির উদ্দিন, ফিরোজ আলম ও আব্দুল মুহিত আনছারী।
রংপুর থেকে ঢাকায় প্রবেশের সময় গাবতলী থেকে চারজন নিখোঁজ হন বলে নিউজবাংলাকে জানিয়েছিলেন আবু ত্ব-হার শ্যালক জাকারিয়া হোসেন।
তার ভাষ্য, তার ভগ্নিপতির সঙ্গে সর্বশেষ যোগাযোগ হয় গাবতলী থেকে রাতে। এরপর থেকে তাদের সবার মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। এখন পর্যন্ত তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারেননি।
তিনি বলেছিলেন, ‘আমাদের সন্দেহ, দুষ্কৃতকারীরা তাদের অপহরণ করেছে।’
নিখোঁজ হওয়ার পরদিন ত্ব-হার স্ত্রী দারুস সালাম থানায় লিখিত অভিযোগ করতে গেলেও তা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন জাকারিয়া।
তবে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে মিরপুর বিভাগের উপকমিশনার এ এস এম মাহতাব উদ্দিন নিউজবাংলাকে বলেন, ‘তারা তো থানাতেই যাননি। ফোনে ওসিকে জানিয়েছে। ওসি তাদের জন্য অপেক্ষা করছেন।’
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘আমার ধারণা লোকজন কোথায় আছে, বিষয়টা তারা জানে।’