ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে গেছেন ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ করে দেশজুড়ে আলোচনায় থাকা চিত্রনায়িকা পরীমনি।
বেলা ৪টার পর ডিবি কার্যালয়ে ঢুকতে দেখা যায় তাকে।
এর আগে পরীমনি সাংবাদিকদের জানিয়েছিলেন, মঙ্গলবার দুপুর ১২টার দিকে তাকে ডিবি থেকে কল করা হয়। বেলা ২টায় তাকে ডিবি কার্যালয়ে ডাকা হয়।
তবে বেলা সাড়ে ৩টার দিকে পরীমনিকে রাজধানীর বনানীর বাসা থেকে বের হতে দেখেন গণমাধ্যমকর্মীরা।
পরীমনিকে ডাকার বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির এক কর্মকর্তা নিউজবাংলাকে বলেছিলেন, ‘পরীমনি ৪টার দিকে ডিবি কার্যালয়ে আসবেন। মামলার তদন্তের জন্য পরীমনির বক্তব্য দরকার। সে জন্যই পরীমনিকে ডাকা হয়েছে।’
ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ রোববার সামনে আনেন পরীমনি। সোমবার এসব অভিযোগে সাভার থানায় মামলা করেন তিনি।
এ ঘটনায় নাসির ইউ আহমেদ ও অমিসহ পাঁচজনকে উত্তরার ১ নম্বর সেক্টর থেকে আটক করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে তাদের গ্রেপ্তার দেখানো হয় মামলায়।
এদিকে মামলায় গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ করতে আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।
আসামি নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমিকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সাভার থানা পুলিশ।
ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহেল কাফি নিউজবাংলাকে জানান, সাভার থানার মামলায় নাসির ও অমিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের দুজনকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হয়েছে আদালতের কাছে।