বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পরীমনিকে ধর্ষণচেষ্টা: এজাহারের কপি আদালতে

  •    
  • ১৫ জুন, ২০২১ ১০:২১

ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে মামলার এজাহারের কপি সাভার থানার সাধারণ নিবন্ধন শাখায় জমা দেয়া হয়।

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে সাভার থানায় করা মামলার এজাহারের কপি আদালতের নিবন্ধন শাখায় জমা দেয়া হয়েছে।

ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এজাহারের কপি সাভার থানার সাধারণ নিবন্ধন শাখায় জমা দেয়া হয়।

বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন আদালতের সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ওসমান মুন্সি।

তিনি বলেন, ‘ডিএমপিতে করা মাদক মামলায় আসামিদের মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করা হবে। এরপর আমরা এই মামলায় তাদের গ্রেপ্তার দেখাব।’

এ ঘটনায় সোমবার নাসির ইউ মাহমুদ, অমিসহ পাঁচজনকে উত্তরা থেকে আটক করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার সোমবার বেলা সোয়া ৩টার দিকে সাংবাদিকদের এ তথ্যটি নিশ্চিত করেন।

তিনি জানান, অভিযানে নেতৃত্বে দেন ডিএমপির ডিবির যুগ্ম কমিশনার হারুন-অর-রশিদ।

নাসির ইউ মাহমুদ বা নাসির উদ্দিন মাহমুদ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য। তিনি কুঞ্জ ডেভেলপার্স লিমিটেডের চেয়ারম্যান। ছিলেন লায়ন ক্লাব ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট চেয়ারম্যান। গ্রেপ্তার অপর চারজনের নাম জানা যায়নি।

পরীমনি রোববার রাতে ফেসবুক স্ট্যাটাসে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ আনার কয়েক ঘণ্টা পর বিষয়টির বিস্তারিত নিয়ে গণমাধ্যমের সামনে আসেন।

পরী জানান, ধর্ষণচেষ্টার ঘটনাটি ঘটেছে উত্তরা বোট ক্লাবে। নাসির উদ্দিন নামে একজন তাকে নেশাদ্রব্য খাইয়ে এই ঘটনা ঘটাতে চেয়েছিলেন।

সাংবাদিকদের পরী জানান, ঘটনার পর থেকে দ্বারে দ্বারে ‍ঘুরেও কোথাও সহযোগিতা পাননি। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

নিজের জীবন নিয়েও আশঙ্কার কথা জানান এই অভিনেত্রী।

পরীর সংবাদ সম্মেলনের পর বিষয়টি নিয়ে তৎপর হয় পুলিশ।

ডিবির গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) মশিউর রহমান নিউজবাংলাকে জানান, নাসির উদ্দিনকে ধরতে উত্তরা ১ নম্বর সেক্টরের একটি বাড়িতে অভিযান চালানো হয়। তাকে সেখান থেকে আটক করা হয়।

পরীমনির লিখিত অভিযোগ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রূপনগর থানা থেকে সোমবার সকালে সাভার থানা পুলিশের কাছে পৌঁছায়। পরে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল হোসেন সেটা গ্রহণ করেন।

এ বিভাগের আরো খবর