পুরান ঢাকার আরমানিটোলায় হাজী মুসা ম্যানশনের কেমিক্যাল গোডাউনে আগুনের মামলায় ভবন মালিক মোস্তাক আহমেদ চিশতিসহ দুইজন আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।
সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্যমহানগর হাকিম হাসিবুল হকের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেন আসামিরা। শুনানি শেষে আদালত ৩ হাজার টাকা মুচলেকায় আসামিদের জামিন দেয়।
মোস্তাক আহমেদের পক্ষে মোকলেছুর রহমান বাদল এবং অপর আসামি বদরুজ্জামান তারেকের পক্ষে ঢাকা বারের সভাপতি আবদুল বাতেল জামিন শুনানি করেন।
শুনানিতে আইনজীবীরা বলেন, আসামিরা নির্দোষ। অহেতুক হয়রানি করার জন্য তাদের মামলায় সম্পৃক্ত করা হয়েছে। আসামিরা এজাহারনামীয় হলেও তাদের বিরুদ্ধে আনা অভিযোগ জামিনযোগ্য।
আইনজীবীরা জানান, ভবনটিতে আগুনের সূত্রপাত হয়েছিল বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে। মোস্তাক আহমেদ চিশতি ভবন মালিক হলেও আগুনে পুড়ে বসতবাড়ি ও জানমালের ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন। এ ছাড়া, মামলার অন্য আসামিরাও জামিনে আছেন।’
দুই আসামীর আইনজীবী আদালতকে বলেন, তাদের মক্কেল স্থানীয় ও ব্যবসায়ী। জামিন পেলে তারা পলাতক হবেন না।
রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধীতা করেন আদালতে বংশাল থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই হেলাল উদ্দিন।
এনিয়ে মামলায় ৭ আসামি জামিন পেলেন। এর আগে গত ৪ মে আসামি মোস্তাফিজুর রহমান, ১২ মে মোস্তফা এবং ৬ জুন গাফ্ফার, সাঈদ এবং বাপ্পির জামিন মঞ্জুর করেন আদালত।
গত ২২ এপ্রিল দিবাগত রাত তিনটার দিকে হাজী মুসা ম্যানশনের নিচতলায় আগুন লাগে। সকাল ৯টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এতে মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। আর দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ২০ জন।
মামলার এজাহারে বলা হয়েছে, মুসা ম্যানশনের মালিক মোস্তফা আহম্মেদসহ অন্যান্য কেমিক্যাল ব্যবসায়ীরা মুসা ম্যানশনের নিচতলায় দাহ্য পদার্থ এবং কেমিক্যাল সংরক্ষণের জন্য দোকান ও গোডাউন হিসেবে অত্যন্ত অবহেলা জনিতভাবে ব্যবহার করে আসছিলেন।
কেমিক্যালের দোকান ও গোডাউনের আগুন লাগার ফলে কেমিক্যালের বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ও আগুনে দগ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়। ওই ভবনে বসবাসরত আবাসিক ভাড়াটিয়াদের বিভিন্ন আসবাবপত্র আগুনে পুড়ে এবং ভাঙচুরের শিকার হয়ে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
আসামিরা তাচ্ছিল্যভাবে মানুষের জীবন বিপন্ন হতে পারে জেনেও অবৈধভাবে লাভবান হওয়ার জন্য আবাসিক বাড়িতে দাহ্য পদার্থ ও কেমিক্যাল সংরক্ষণের জন্য দোকান বা গোডাউন ব্যবহার করে অবহেলার ফলে মৃত্যু ঘটিয়ে ও ক্ষতিসাধন করে অপরাধ করেছে।