মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুনে প্রায় সব হারিয়েছেন কয়েক শ পরিবার। দিন আনে দিনে খায় গোছের মানুষগুলোর ঠাঁই এখন আকাশের নিচে। নির্মম আগুনে নির্বাক তারা।
সাততলা বস্তিতে সোমবার ভোররাতে আগুনে পুড়ে গেছে কয়েক শ ঘর। আগুন নেভার সঙ্গে সঙ্গে আবার জীবনযুদ্ধে নেমেছেন ক্ষতিগ্রস্তরা।
বস্তিটিতে গিয়ে দেখা যায়, পুরো বস্তির অর্ধেক অংশ পুড়ে ছাই হয়ে গেছে। বাকি অর্ধেকে আগুনের ছোঁয়া লাগেনি। ফায়ার সার্ভিস থেকে বলা হয়েছে, প্রায় ২ হাজার ঘর আছে এই সাততলা বস্তিতে, যার অর্ধেকই পুড়ে ছাই।
বস্তিবাসীরা জানান, ভোররাতে আগুনের সূত্রপাত হয় বস্তির মাঝখানের একটি ঘরে। ভেবেছিলেন নিজেরাই নিভিয়ে ফেলবেন সে আগুন। তাই যে যার মতো ছুটে গিয়েছিলেন সেই ঘরের দিকে। কিন্তু হঠাৎ শুরু হলো দখিনা বাতাস, আগুনের মুখ ছুটে গেল উত্তর দিকে। এক ঘর দুই ঘর করে আগুন ছড়াল বস্তির উত্তর দিকের সব ঘরে।
পোড়া বস্তিতে ঢুকেই চোখে পড়ল এক বৃদ্ধ দম্পতিকে। তাদের মালামালের সবই পুড়ে ছাই। আধপোড়া কিছু চাল কুড়াতে ব্যস্ত তারা।
কাছে যেতেই জুলেখা বেগম বলে উঠলেন, ‘আল্লায় খালি গরিবরেই মারে বাজান। আমাগো সব শেষ। এই ঘরে তিন হাজার টাহা ভাড়া দিয়া মাসে থাকতাম আমরা বুড়া-বুড়ি। আমি মাইনসের বাড়িত কাম করতাম আর হেয় (তার স্বামী) ঘুইরা ঘুইরা সাহায্য আনত। কয় মাস দইরা বেরেক (ব্র্যাক এনজিও) আর সরকারের দেয়া ১০ কেজি চাইল, কয়ডা সাবান, আর ১০ কেজি তেল জমাইছিলাম। সব গেছেগা।’
একটু এগোতেই চোখ পড়ল আট মাসের সন্তান কোলে নিয়ে বসে আছেন ময়না। সন্তানের গায়ে জামা নেই, নির্বাক ময়নার চোখ থেকে শুধুই পানি ঝরছে।
ঘরে কী কী জিনিস ছিল জানতে চাইলে কোনো উত্তর নেই ময়নার। আবারও জানতে চাইলে শুধু বললেন, ‘বাইচ্চাডার একটা পরনের কাপড়ও রাখন যায় নাই, উদাম লইয়া বইসা আছি।’
কথাগুলো বলতে গিয়ে কেঁদে ফেলেন ময়না। ময়নার বাবা রিকশাচালক মোসাদ্দেক আলী জানান, তিনি স্ত্রী, ছেলে-মেয়ে ও নাতিকে নিয়ে একটি ঘর ভাড়া নিয়ে থাকতেন।
‘অনেক কষ্ট কইরা একটা ফিরিজ (ফ্রিজ) কিনছিলাম কিস্তির ট্যাহা দিয়া। অহন ট্যাহা তো দেওন লাগব’-বলেন মোসাদ্দেক।
মাথার ওপর ছাদ হারানো ভাড়াটিয়ারা নির্লিপ্ত বসে আছেন। আগুনের মধ্যেও সংসারের সামান্য জিনিসটিও অবশিষ্ট আছে কি না এ আশায় কেউ কেউ পোড়া ছাইয়ের মাঝে খোঁজাখুঁজি করছেন।
পরিবারের সদস্যদের নিয়ে বসে থাকা দিনমজুর আব্দুস সাত্তার বলেন, ‘বইসা থাকন ছাড়া কী করার আছে, ঘরের মালিক যদি ছাদের ব্যবস্থা করে সে অপেক্ষায় আছি। নাইলে আসমানের নিচেই থাহন লাগব।’
বস্তিতে ‘ধনী’ বলতে ঘরের মালিকরা। ভাড়াটিয়াদের মাথার ওপর অন্তত ছাদের ব্যবস্থা করে দেয়ার চেষ্টা করছেন তারা।
রাশেদা আক্তারকে দেখা গেল তার সন্তানদের নিয়ে পুড়ে যাওয়া ঘরগুলো পরিষ্কার করছেন। ১৫টি ঘর ছিল রাশেদার। এতে ১৭টি পরিবার বাস করত।
বললেন, ‘আগুন তো সব লইয়া গেল, অহন আমার ভাড়াটিয়াগোরে একটা ব্যবস্থা কইরা দেওন লাগব।’
কী ব্যবস্থা করবেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কী আর করতে পারমু, সব তো শ্যাষ। অহন এডি পরিষ্কার কইরা ত্রিপল টাঙ্গাইয়া দিমু। হেরা রোইদ বৃষ্টি থেইকা বাঁচুক।’
রাশেদা ২০ বছর ধরে আছেন এই বস্তিতে, একসময় ভাড়া থাকলেও ঋণ করে করে ঘরের মালিক হয়েছেন। গত বছর এনজিও থেকে ৮ লাখ টাকা ঋণ করে ১৫টি ঘর করেছেন। একতলার ওপর কাঠের তক্তা আর টিন দিয়ে দোতলা করেছেন। মাসে প্রায় লাখ টাকার মতো কিস্তি দিতে হয়।
রাশেদা বলেন, ‘ঘরে টেহা আছিল কয়ডা হেডিও গেছে, আমার কিস্তির বইডাও পুড়ছে কিচ্ছু নাই। বাড়িভাড়া দিয়া চলতাম অহন ভাড়াট্টারাও ভাড়া দিব কোনতে? বাজারের দোহানতে বাকিতে ত্রিপল আইন্না আপাতত ব্যবস্থা করি।’
আরেক মালিক জাহানারা বেগমের চারটি ঘর। তিন লাখ টাকা খরচ করে দুই মাস আগেই ঘরগুলো তুলেছেন। রাশিদার মতো তিনিও এনজিও থেকে ঋণ নিয়েছেন। ঘরভাড়া ১২ হাজার থেকে ১০ হাজারই দিতেন কিস্তি।
জাহানারা বলেন, ‘আল্লাহ জানে কী করুম। ঋণ কইরা ঘর তুলছিলাম, নেতাগো হাতেপায়ে ধইরা ট্যাহা দিয়া গ্যাস, কারেন্ট, পানি আনছিলাম। অহন আবার কেমনে কী করুম জানি না।’
সোমবার ভোর ৪টার দিকে বস্তিতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিক তদন্তে ফায়ার সার্ভিস বলছে, অবৈধ ও অনিরাপদ গ্যাস বা বিদ্যুৎ সংযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। সেই সাথে দখিনা বাতাস ও বস্তির ঘর-বাড়ির বাঁশ-কাঠের অবকাঠামো আগুন ছড়িয়ে দিয়েছে।
বস্তির পুড়ে যাওয়া অংশে দেখা যায় যত্রতত্র গ্যাসের ঝুঁকিপূর্ণ সংযোগ। স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে ঘরমালিকেরা এ ধরনের অবৈধ এবং অনিরাপদ গ্যাস ও বিদ্যুতের সংযোগ নেন বলে অভিযোগ রয়েছে। আর সে কারণেই বস্তিগুলোতে একের পর এক অগ্নিকাণ্ড ঘটে বলে মনে করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।