ঢাকার সাভারে টয়লেটের গ্যাস আগুনের সংস্পর্শে এসেই বিস্ফোরণ ও ছয়জন দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
আশুলিয়ার পল্লীবিদ্যুৎ কবরস্থান রোড এলাকায় হুমায়ন কবিরের বাড়ি পরিদর্শন শেষে বুধবার সকাল ১১টার দিকে ফায়ার সার্ভিসের চার নম্বর জোনের কমান্ডার আব্দুল আলীম এ কথা বলেন।
তিনি নিউজবাংলাকে বলেন, ‘এখানে অবজারভেশন করে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে, ওনার রান্নার চুলা ও টয়লেট পাশাপাশি। রাতভর এই টয়লেট থেকে বায়োগ্যাস বের হয়ছে। সকালে উনি যখন গ্যাসের চুলায় আগুন দিয়েছেন তখনই বের হওয়া গ্যাস থেকে বিস্ফোরণ হয়েছে।
‘এতে চারদিকের দেয়াল ফেটে নিচের দিকে পড়ে গেছে। এটা হয়েছে গ্যাস থেকেই। অনেক সময় শহরে ড্রেনের ভেতর এ ধরনের গ্যাস পাই।’
আউয়াল ও রেনু দম্পতির কক্ষে বিস্ফোরণ হলেও কীভাবে দুই পাশের দুটি কক্ষের দেয়াল ক্ষতিগস্ত হলো এমন প্রশ্নে তিনি বলেন, ‘এটা তো বিস্ফোরিত হয়ে সব জায়গায় ছড়িয়ে গেছে। এটা যদি রান্নার চুলা থেকে হতো তাহলে আগুন দীর্ঘক্ষণ জ্বলত। কিন্তু বিস্ফোরিত হতো না।’
সর্তকর্তার কথা জানিয়ে তিনি বলেন, ‘আসলে বাথরুমের পাশে কোন আগুন জ্বালানোই উচিত না। অনেক সময় পাইপ দিয়ে গ্যাস বের হয়। অনেক সময় বিদ্যুৎ না থাকলে বাথরুমে মোমবাতি নিয়ে যায় তখনও এই সমস্যা হয়। অনেকে আবার বাথরুমে সিগারেট খাওয়ার অভ্যাস আছে। সেক্ষেত্রেও এরকম ঘটনা ঘটে।’
বুধবার ভোর ৫টার দিকে আশুলিয়ার ওই বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে একই পরিবারের শিশুসহ তিনজন, পাশের কক্ষের আরেক দম্পতি ও এক নারীসহ ছয় জন দগ্ধ হন। পরে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়।