বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাভারে বিস্ফোরণ: দগ্ধ একজন আশঙ্কাজনক

  •    
  • ২ জুন, ২০২১ ১৩:২৪

বুধবার ভোর ৫টার দিকে বিস্ফোরণের ঘটনার পর বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা বাড়িটির দেয়ালে বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়ায় সাময়িকভাবে পরিত্যক্ত ঘোষণা করেন।

ঢাকার সাভারে গ্যাসের আগুন থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ছয়জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আফরোজা বেগম নামের ওই নারীর শরীরের ৫৫ শতাংশ পুড়ে গেছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসা কর্মকর্তা পার্থ শংকর পাল নিউজবাংলাকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শিশুসহ অন্য পাঁচজনের দগ্ধের পরিমাণ ১২ থেকে ২৫ শতাংশ।

সাভারের আশুলিয়ার পল্লী বিদ্যুৎ কবরস্থান রোড এলাকায় হুমায়ুন কবিরের বাড়িতে বুধবার ভোর ৫টার দিকে এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন ওই বাড়ির ভাড়াটিয়া আবদুল আউয়াল, স্ত্রী রেনু বেগম, তাদের মেয়ে ৯ বছরের আছিয়া, বাড়ির আরেক ভাড়াটিয়া আফরোজা বেগম, মো. হাকিম ও তার স্ত্রী আদুরী।

এরপর বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। বিস্ফোরণে বাড়ির বিভিন্ন দেয়ালে ফাটল দেখা দেয়ায় সেটি সাময়িকভাবে পরিত্যক্ত ঘোষণা করেন তারা।

একই সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করে বাড়ির গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছেন।

ফায়ার সার্ভিসের চার নম্বর জোনের কমান্ডার আব্দুল আলীম নিউজবাংলাকে বলেন, ‘বিস্ফোরণের কারণে বাড়িটির তিনটি কক্ষের সব দেয়ালেই ফাটল দেখা দিয়েছে। বাড়িটি বসবাসের জন্য পুরোপুরি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তাই সিনটেপ দিয়ে আমরা সাময়িকভাবে বাড়িটি সিলাগালা করে দিয়েছি।’

সাভার আঞ্চলিক তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির উপব্যবস্থাপক আব্দুল মান্নান নিউজবাংলাকে বলেন, ‘বাড়িটিতে বিস্ফোরণের ঘটনার পরপর আমাদের পক্ষ থেকে পরিদর্শন করা হয়েছে। টয়লেটের বায়োগ্যাস থেকে দুর্ঘটনার কথা ফায়ার সার্ভিস জানিয়েছে।

‘তারপরও আমরা নিরাপত্তার জন্য বাড়িটির গ্যাস সংযোগ আপাতত বিচ্ছিন্ন করেছি।’

এ বিষয়ে বক্তব্যের জন্য বাড়ির মালিক হুমায়ুন কবিরকে পাওয়া যায়নি।

এ বিভাগের আরো খবর