বান্দরবানের লামায় মা ও দুই মেয়েকে হত্যার ঘটনায় ওই নারীর দুই দেবরকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে তোলা হলে বিচারক তাদের তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন।
হত্যায় সম্পৃক্ততা পাওয়ায় শনিবার রাতে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সবশেষ গ্রেপ্তার দুজন নিহত নারীর স্বামীর আপন ভাই।
পুলিশ জানায়, হত্যার ঘটনার পরপরই জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছিল। জিজ্ঞাসাবাদে সন্দেহজনক তথ্য দেয়ায় শনিবার তাদের গ্রেপ্তার দেখিয়ে লামা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়। তাদের রিমান্ডে নেয়ার আবেদন করা হলে বিচারক তিন দিনের রিমান্ডে পাঠান।
এর আগে চম্পাতলী এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে হত্যার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পুলিশ জানায়নি।
জেলা পুলিশ সুপার জেরিন আক্তার বলেন, ‘ট্রিপল মার্ডারে ঘটনার তদন্তের অগ্রগতি হচ্ছে। আমরা গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পাচ্ছি, সেগুলো ক্রস চেক করছি। আশা করি খুবই শিগগিরই আমরা খুনের ঘটনার রহস্য উদঘাটন করতে পারব।’
লামা পৌরসভার চম্পাতলী এলাকায় ২১ মে সন্ধ্যায় কুয়েতপ্রবাসীর বাড়িতে তার স্ত্রী ও দুই মেয়ের মরদেহ পাওয়া যায়।
পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়, নিহত নারী ও ১৩ বছরের মেয়েটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তাদের শরীরে একাধিক জখমের চিহ্ন পাওয়া গেছে। আর ১০ মাসের মেয়েটিকে আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার আগে মা ও বড় মেয়েকে ধর্ষণ করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখার জন্য আলামত পাঠানো হয়েছে।