লালমনিরহাটের কালীগঞ্জে হাতকড়াসহ আসামি ছিনতাইয়ের ঘটনায় পুলিশ মামলা করেছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিস্টার আলী শনিবার রাতে সরকারি কাজে বাধাদান ও আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় ৩৩ জনের নামে ও অজ্ঞাতপরিচয় বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন।
পুলিশ জানায়, মোটরসাইকেল চুরিসহ বিভিন্ন মামলার পলাতক আসামি বটতলা এলাকার আশরাফুল ইসলামকে গ্রেপ্তার করে থানায় নেয়ার সময় তার স্বজনরা পুলিশের ওপর চড়াও হয়ে তাকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। শনিবার দুপুরে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ শনিবার রাতে মামলা করে পাঁচজনকে গ্রেপ্তার করে। তবে আশরাফুল ইসলামকে এখনও গ্রেপ্তার করতে পারেনি।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ নিউজবাংলাকে জানান, আশরাফুলের বিরুদ্ধে লালমনিরহাট ও নীলফামারী থানায় একাধিক মামলা আছে। এর মধ্যে একটি মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে যায়।