বান্দরবানের লামায় এক নারী ও তার দুই মেয়ে নিহতের ঘটনায় ওই নারীর মা মামলা করেছেন।
নিহত মাজেদা বেগমের মা লালমতি বেগম রোববার সকালে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন।
জেলা পুলিশ সুপার (এসপি) জেরিন আখতার নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহতের মা হত্যা মামলা করেছেন। তবে এখনও কাউকে মামলায় গ্রেপ্তার করা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে পাঁচজনকে ও পরে একজনকে আটক করা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে শনিবার রাতে তাদের ছেড়ে দেয়া হয়েছে।
এসপি বলেন, ‘পারিবারিক কোনো কারণে এই হত্যা হয়ে থাকতে পারে। আমরা তদন্ত করছি। শিগগিরই এই হত্যার রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে আশা করছি।’
গত শুক্রবার সন্ধ্যায় লামা উপজেলার চম্পাতলী এলাকা থেকে কুয়েতপ্রবাসী নুর মোহাম্মদের বাড়ির তালা ভেঙে তার স্ত্রী মাজেদা বেগম ও দুই মেয়ে রাফি ও নুরির লাশ উদ্ধার করে পুলিশ।
ময়নাতদন্ত শেষে রোববার মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।