চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ভারতে আটকে পড়া আরও ৪৪ বাংলাদেশি। তাদের মধ্যে একজনের করোনা শনাক্ত হয়েছে।
শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা দেশে ফেরেন।
এ নিয়ে এই চেকপোস্ট দিয়ে গত ছয় দিনে ৪৫৯ জন দেশে ফিরলেন। যদিও ফেরার কথা ছিল তিন শতাধিক বাংলাদেশির।
দর্শনা জয়নগর চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল আলিম নিউজবাংলাকে জানান, ভারতের কলকাতার বাংলাদেশ দূতাবাস থেকে অনাপত্তিপত্র (এসওসি) নিয়ে শনিবার ৪৪ জন দেশে ফিরেছেন।
ইমিগ্রেশনের সব প্রক্রিয়া শেষে নির্ধারিত পরিবহনে ৩৬ জনকে কুষ্টিয়ায়, ছয়জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ও দুইজনকে নার্সিং ইন্সটিটিউটে নেয়া হয়েছে। সেখানে তারা ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকবেন।
করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন জানান, চেকপোস্ট দিয়ে দেশে প্রবেশের পর স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সবার অ্যান্টিজেন পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে একজনের করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে দর্শনা দিয়ে দেশে ফেরা আটজনের করোনা শনাক্ত হলো। তারা সবাই চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে আছেন।
তাদের শরীরের করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট আছে কি না তা জানতে নমুনা পাঠানো হয়েছে।