মেহেরপুরের গাংনীর সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের বিরুদ্ধে ‘মিথ্যা সংবাদ’ প্রকাশের জেরে গ্রেপ্তার সাংবাদিককে জামিন দিয়েছে আদালত।
জেলা দায়রা ও জজ আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম বেগম রাফিয়া সুলতানা শনিবার বিকেল সাড়ে চারটার দিকে এ আদেশ দেন।
দৈনিক বিজনেস বাংলাদেশের মেহেরপুর জেলা প্রতিনিধি এবং স্থানীয় পত্রিকা মেহেরপুর প্রতিদিনের যুগ্ম সম্পাদক আল আমিন হোসেনকে শনিবার সকালে তার বাড়ি থেকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করে পুলিশ।
আল আমিনের আইনজীবী এ কে এম শফিকুল আলম নিউজবাংলাকে জানান, আল আমিন একজন সাংবাদিক ও তিনি অসুস্থ। কিছুদিন আগে তিনি সড়ক দুর্ঘটনায় আহত হন। আদালত বিষয়টি বিবেচনায় নিয়ে ১৫ দিনের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে।
তিনি আরও জানান, খুলনায় সাইবার ট্রাইবুন্যালে স্থায়ী জামিনের আবেদন করা হবে। সেখানেও জামিন পাওয়ার আশা করা হচ্ছে।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) সুমন হক জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে করা একটি মামলায় সাংবাদিক আলা আমিন হোসেনের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়।
জাতীয় সংসদের মেহেরপুর-২ গাংনী আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের বিরুদ্ধে একজনের বাড়ি দখলের প্রতিবেদন করেছিলেন তিনি।
‘মকবুলের কাণ্ড, ২৬ বছর দখলে রেখেছে পরের বাড়ি’ শিরোনামে ২০২০ সালের ১১ মে দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।
প্রতিবেদনটি প্রকাশের পর অবশ্য বাড়ির মালিক জানান, তার বাড়ি মকবুল দখল করেননি। তিনি নিয়মিত ভাড়া দিচ্ছেন।
ওই ঘটনার জের ধরে মকবুল হোসেনের ভাগনে সবুজ হোসেন বাদী হয়ে গাংনী থানায় মেহেরপুর প্রতিদিনের প্রকাশক এ এস এম ইমন, সম্পাদক ইয়াদুল মোমিন ও যুগ্ম সম্পাদক আল আমিনের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, তারা সবাই বিচারিক আদালত থেকে জামিনে ছিলেন। এরপর পুলিশ তদন্ত প্রতিবেদন জমা দিলে আদালত আল আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।