বান্দরবানের লামায় এক নারী ও তার দুই মেয়ে নিহতের ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
উপজেলার চম্পাতলী এলাকা থেকে শুক্রবার রাত সাড়ে তিনটার দিকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন নিহত মাজেদা বেগমের বড় বোন রাহেরা বেগম, ভাসুর আব্দুল রশিদ, দেবর আব্দুল খালেক, শাহ আলম ও মসজিদের ইমাম মো. শাহেদ।
লামা থানার অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ানুল ইসলাম নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত শুক্রবার সন্ধ্যায় কুয়েতপ্রবাসী নুর মোহাম্মদের বাড়ির তালা ভেঙে তার স্ত্রী মাজেদা বেগম ও দুই মেয়ে রাফি ও নুরির লাশ উদ্ধার করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, পুলিশের পক্ষ থেকে শনিবার একটি হত্যা মামলা করা হবে।